ফেরিওয়ালার ছেলে উর্দু মাধ্যমে রাজ্যে প্রথম

শিবপুরের চড়াবস্তি এলাকার হাওড়া হাইস্কুলের কলা বিভাগের ছাত্র সাজিদ এবার ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য ওই মেধা তালিকায় স্থান করে নিয়েছেন। 

Must read

সংবাদদাতা, হাওড়া : বাবা ফেরিওয়ালা। পাড়ায় পাড়ায় পিঠে কাপড়ের বোঝা নিয়ে দিনরাত ফেরি করে চলেন। এভাবেই চার ছেলেমেয়ে ও স্ত্রীকে নিয়ে অভাবী সংসারে ছেলে মহম্মদ সাজিদ হুসেনের পড়াশোনার প্রস্তুতিতে কোনও খামতি রাখেননি বাবা মহম্মদ জাহিদ হুসেন। সেই সাজিদই উচ্চ মাধ্যমিকে উর্দু মাধ্যমে রাজ্যে প্রথম এবং সম্ভাব্য মেধা তালিকায় সপ্তম স্থান পেয়ে বাবা-মায়ের স্বপ্ন পূরণ করলেন। শিবপুরের চড়াবস্তি এলাকার হাওড়া হাইস্কুলের কলা বিভাগের ছাত্র সাজিদ এবার ৪৯১ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য ওই মেধা তালিকায় স্থান করে নিয়েছেন।

আরও পড়ুন-আশা নেই, হতাশ পুর্ণমের পরিবার

সাজিদের প্রাপ্ত নম্বর উর্দু ৯৯, ইংরেজি ৯৩, ভূগোল ৯৯, ইতিহাস ৯৮, রাষ্ট্রবিজ্ঞান ৯৯ ও অর্থনীতিতে ৯৬। উচ্চ মাধ্যমিকে এই সাফল্যের জন্য সাজিদ তাঁর বাবা জাহিদ হোসেন ও মা নুরজাহান বিবির অবদানকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। এছাড়াও তাঁর সাফল্যে স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদানকেও সমান গুরুত্ব দিচ্ছেন তিনি। সাজিদ বললেন, ‘বাবা-মা আমাকে সবসময় উৎসাহ দিয়েছেন। পড়াশোনার জন্য যখন যা বইপত্র দরকার বাবা কিনে দিয়েছেন। এছাড়াও স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও সবসময় আমাকে সাহায্য করেছেন। টেস্ট পরীক্ষার পর নিয়মিত পরীক্ষা নিয়েছেন। সারা বছর যেকোনও বিষয়েই কিছু সমস্যা হলে শিক্ষকরা সবসময় তা সহজ করে বুঝিয়ে দিয়েছেন।’ কথায় কথায় সাজিদ জানালেন, ‘শুধু এক জায়গাতেই টিউশন পড়তাম। সেখানেই সব বিষয় পড়তাম। স্কুলের শিক্ষকরাই সব বিষয়েই বিশেষ গুরুত্ব দিয়ে পড়াতেন বলে এই ফলাফল করতে পারলাম।’ আগামীদিনে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স নিয়ে পড়াশোনা করতে চান সাজিদ। পাশাপাশি আইএএস পরীক্ষায় পাশ করে সরকারি আমলা হতে চান সাজিদ। এই জন্য এখন থেকেই ইউপিএসি পরীক্ষার প্রস্তুতি নিতে চান তিনি। শিবপুরের পিএম বস্তির বাসিন্দা সাজিদ পঞ্চম শ্রেণি থেকে হাওড়া হাইস্কুল থেকে পড়তেন।

Latest article