রাজ্যপালকে ফের অনুরোধ স্পিকারের

তাঁর কথায়, এবার শপথ জটিলতা শেষ হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ, শপথের যে প্রক্রিয়া রয়েছে তা বিধানসভার পক্ষেই সম্ভব।

Must read

প্রতিবেদন : শপথ জটিলতা অব্যাহত। তৃণমূলের দুই বিধায়কের জয়ের পর ২৫ দিন অতিক্রান্ত। একাধিকবার অনুরোধের পরেও শপথ জট কাটাতে কোনও উদ্যোগ নেননি রাজ্যপাল। এই পরিস্থিতিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শনিবার ফের বিধানসভায় এসে রাজ্যপালকে শপথ গ্রহণ করানোর অনুরোধ জানান। বলেন, আমি শপথ জটিলতা নিয়ে ক্লান্ত। তা সত্ত্বেও আবারও অনুরোধ করছি রাজ্যপালকে। বিধানসভায় এসে রাজ্যপাল শপথ গ্রহণ করান।

আরও পড়ুন-১৩.৩ ওভারে মাঠ ছাড়েন অক্ষর, মুখরক্ষা করলেন বিরাট

তাঁর কথায়, এবার শপথ জটিলতা শেষ হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ, শপথের যে প্রক্রিয়া রয়েছে তা বিধানসভার পক্ষেই সম্ভব। তিনি এদিন প্রধানমন্ত্রীর শপথের দৃষ্টান্ত দেন। রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষও সাংসদ হিসেবে লোকসভায় প্রোটেম স্পিকারের কাছে প্রধানমন্ত্রীর শপথ গ্রহণের কথা তুলে ধরেন। রাজ্যপাল জট তৈরি করায় শপথ নিতে পারছেন না সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকার। তাঁরা নিজেদের কাজও শুরু করতে পারছেন না। বিধানসভায় শপথ নেওয়ার দাবিতে অনড় দু’জনেই। তাঁরা ধরনায় বসেছেন বিধানসভায়।

Latest article