প্রতিবেদন : বৈচিত্র্যের মধ্যে ঐক্য বজায় রাখার ভাবনা বাংলাকে মহিমান্বিত করে তুলেছে। এটা শুধুমাত্র একটা আদর্শ নয়, এই ধারণাকে আত্মায় লালন করে বাংলা। বড়দিনে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শুভেচ্ছাবার্তায় জানিয়েছেন সেই কথা। তিনি লেখেন, ঐক্যের চেতনা উৎসবের মরশুমে আমাদের মধ্যে গভীরভাবে অনুরণিত হয়। তিনি প্রার্থনা করেন, বড়দিনের আলোয় পূর্ণ হোক প্রতিটি বাঙালি-হৃদয়। এরপর তিনি তাঁর বাড়ির একটি ছবি পোস্ট করে লেখেন, আমার বাড়িও সেজে উঠেছে বড়দিনের মুহূর্তে। বড়দিনের (christmas) আয়োজনে এটি একটি ক্ষুদ্র প্রচেষ্টা। উৎসবের প্রতিটি দিন যেন সকলের মঙ্গলময় হয়, বিশ্বপিতার কাছে এই প্রার্থনা আমার। সকলকে জানাই বড়দিনের আন্তরিক শুভনন্দন। এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সোশ্যাল মিডিয়ায় বড়দিনের শুভেচ্ছাবার্তা পোস্ট করেন। ছবি দিয়ে ক্যাপশানে লেখেন, উৎসবের মুডে বাংলা।
আরও পড়ুন- মানবিক কর্মসূচির মধ্য দিয়ে ক্রিসমাস পালন তৃণমূলের
মুখ্যমন্ত্রী এদিন বাংলার জন্যও প্রার্থনা করেন। তিনি লেখেন, বাংলার মানুষের সুখ-সমৃদ্ধি-শান্তি বজায় থাকুক, বড়দিনের প্রাক্কালে ভগবান যিশুর কাছে আমার এই প্রার্থনা। ক্রিসমাসের আলো আপনার হৃদয়কে উষ্ণতায় এবং আপনার ঘর পরিবারকে আনন্দে পূর্ণ করুক। আপনি এবং আপনার প্রিয়জনরা সর্বশক্তিমানের আশীর্বাদ পাবেন এই আশা রাখি। মঙ্গলবার রাতেই কলকাতার আর্চবিশপ মোস্ট রেভারেন্ড টমাস ডি’সুজার উপস্থিতিতে ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে মধ্যরাতের প্রার্থনায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বড়দিনের (christmas) উৎসবে মেতে উঠে এদিন বাংলা। বেলুড় মঠ থেকে বসিরহাট, চিড়িয়াখানা থেকে ইকো পার্ক, কলকাতার ভিক্টোরিয়া, সায়েন্স সিটি, পার্ক স্ট্রিট থেকে শুরু করে জেলার সমস্ত বিনোদন পার্ক জুড়ে শুধুই পিকনিক মুডে বাঙালি। বড়দিনের এই সেলিব্রেশন আবহে সকলকে শুভেচ্ছা জানান তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকও। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন গোটা বাংলা এদিন উৎসব-মুডে রয়েছেন। সবাইকে শুভেচ্ছা।