চ্যাম্পিয়নদের বরণ ক্রীড়ামন্ত্রীর

ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ এবং তিন প্রধানের কর্তারা উত্তরীয় ও ফুল-মালায় বরণ করে নিলেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠাদের।

Must read

প্রতিবেদন : আট বছরের অপেক্ষা শেষে সন্তোষ ট্রফি জিতে শহরে ফিরল বাংলা দল। কলকাতা বিমানবন্দরে রীতিমতো জনজোয়ার। রাজকীয় অভ্যর্থনা পেলেন চ্যাম্পিয়নরা। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আইএফএ এবং তিন প্রধানের কর্তারা উত্তরীয় ও ফুল-মালায় বরণ করে নিলেন রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠাদের।

আরও পড়ুন-কাল মুখ্যমন্ত্রীর সব দফতরের রিভিউ মিটিং

ঢাকের তালে, জয় বাংলা স্লোগানে তখন মুখরিত কলকাতা বিমানবন্দর চত্বর। সর্বোচ্চ গোলদাতা রবি হাঁসদা ও কোচ সঞ্জয় সেনকে নিয়ে সবচেয়ে বেশি উৎসাহ ছিল সমর্থকদের। ফুটবলারদের পরিবারের সদস্যরাও ছিলেন বিমানবন্দরে। ফাইনালের গোলদাতা রবি বলছিলেন, ‘‘আমার জীবনের এখনও পর্যন্ত সেরা মুহূর্ত। আগামী দিনে ক্লাবের হয়েও এমন সাফল্য পেতে চাই। অধিনায়ক চাকু মান্ডি বললেন, ‘‘আমি ভাষায় প্রকাশ করতে পারছি না এই অনুভূতি।’’

Latest article