প্রতিবেদন : সোমবার কলকাতার মেয়ো রোডে গান্ধীমূর্তির নীচে তৃণমূলের ভাষা আন্দোলনের মঞ্চ সেনাবাহিনী দিয়ে ভেঙে দেওয়ার পরেই মঙ্গলবার থেকে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কেন্দ্রের বিজেপি সরকারের নোংরামির বিরুদ্ধে কলকাতা ও গোটা বাংলা ব্লকে ব্লকে অবস্থান বিক্ষোভ ও মিছিলের মধ্য দিয়ে তৃণমূল নেতা-কর্মীদের ক্ষোভ ফেটে পড়ল। গর্জে উঠল দক্ষিণের সব জেলা। হাওড়া সদর তৃণমূল সভাপতি বিধায়ক গৌতম চৌধুরির নেতৃত্বে উত্তর হাওড়ায় হল মহামিছিল। জগৎবল্লভপুর ও ডোমকল কেন্দ্র তৃণমূলের উদ্যোগে হল মিছিল।
আরও পড়ুন-গর্তে-পড়া শাবককে তুলল মা ও আরেক সঙ্গী
ছিলেন বিধায়ক কল্যাণ ঘোষ, ডোমজুড়ের যুব তৃণমূল সভাপতি নুরাজ মোল্লারা প্রতিবাদে পথ হাঁটলেন। বালি কেন্দ্র তৃণমূল ও যুব তৃণমূলের উদ্যোগে বেলুড় ও বাদামতলায় মিছিল করলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, বালির তৃণমূল সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যুব তৃণমূল সভাপতি সুরজিৎ চক্রবর্তীরা। উলুবেড়িয়ায় মিছিল হল হাওড়া গ্রামীণ যুব তৃণমূল নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায় ও পুরপ্রধান অভয় দাসের নেতৃত্বে। বৈদ্যবাটিতে জয়হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ, উত্তরপাড়ায় ব্লক সভাপতি নিখিল চক্রবর্তীদের উদ্যোগে হল বিশাল মিছিল। শ্রীরামপুরে মিছিল হল সভাপতি সন্তোষ সিংয়ের উদ্যোগে। ধনেখালিতে প্রতিবাদ মিছিল হল বিধায়ক অসীমা পাত্রের উদ্যোগে। বাঁকুড়ার জয়পুর ব্লকে হাজার হাজার দলীয় কর্মীর অংশগ্রগণে মিছিল পরিণত হল জনসমুদ্রে। বড়জোড়ায় মিছিল করেন বিধায়ক অলোক মুখোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের তেমাখানি ও পিংলায় ব্লক সভাপতি শেখ আবুল কালাম বক্স ও শেখ সবেরাতির নেতৃত্বে দুটি মিছিলে হাঁটলেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। কেশপুরে ব্লক তৃণমূল নেতা-কর্মীরা মিছিলে শামিল হন ব্লক সভাপতি প্রদ্যুৎ পাঁজার নেতৃত্বে। ডেবরায় ব্লক সভাপতি প্রদীপ করের উদ্যোগে হল প্রতিবাদ মিছিল। কাঁথিতে প্রতিবাদ মিছিল করে কর্মীদের সঙ্গে হাঁটলেন যুব সভাপতি সুপ্রকাশ গিরি। মহিষাদলে মিছিলে করলেন বিধায়ক তিলক চক্রবর্তী। তমলুকে মিছিল করেন বিধায়ক সৌমেন মহাপাত্র-সহ ব্লকের নেতা-কর্মীরা। দুর্গাপুর ২ ব্লকের পিয়ালা গ্রামে মিছিল হল ব্লক সভাপতি উজ্জ্বল মুখোপাধ্যায়, জেলা মহিলা সভানেত্রী অসীমা চক্রবর্তী ও টিএমসিপি সভাপতি অজয় দেবনাথের উপস্থিতিতে। বারাসতে পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়, মধ্যমগ্রামে পুরপ্রধান নিমাই ঘোষ, নিউ বারাকপুরে পুরপ্রধান প্রবীর সাহার নেতৃত্বে হল প্রতিবাদ মিছিল।