রানীগঞ্জে নতুন শিল্প পার্ক! টিটাগড়ে রেল কোচ নির্মাণে জমি লিজে দিল রাজ্য

Must read

রাজ্যে শিল্পায়নে গতি আনতে দুটি বড় পদক্ষেপ নিল রাজ্য মন্ত্রিসভা (state cabinet)। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে নতুন শিল্পতালুক গড়ে তোলার প্রস্তাবে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। অন্যদিকে হুগলির উত্তরপাড়ায় টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড -কে বন্দে ভারত ও মেট্রো রেলের কোচ নির্মাণের জন্য ৪০ একর জমি হস্তান্তরের সিদ্ধান্তও সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে রাজ্য মন্ত্রিসভার (state cabinet) বৈঠকে গৃহীত হয়েছে।

প্রশাসনিক সূত্রে খবর, রানীগঞ্জ থানা এলাকার মঙ্গলপুর ও ভক্তারনগর মৌজায় মোট ২০৫.০১ একর জমি রাজ্যের ভূমি ও ভূমি রাজস্ব দফতর হস্তান্তর রাজ্য শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করবে। সেখানেই তৈরি হবে নয়া শিল্পতালুক। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই জমি হস্তান্তরের সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে।

আরও পড়ুন-কার্শিয়াঙে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ডাওহিল ক্যাম্পাসে নয়া কোর্স, ৭ অধ্যাপক পদের অনুমোদন

প্রশাসনের মতে, এই শিল্প পার্ক তৈরির মাধ্যমে পশ্চিম বর্ধমানে নতুন করে শিল্প সম্ভাবনা তৈরি হবে। যেহেতু অঞ্চলটি রেল ও সড়ক যোগাযোগে সুবিধাজনক, তাই পরিকাঠামো গড়ে তোলায় বিশেষ সমস্যা হবে না। কর্মসংস্থান ও ক্ষুদ্র-মাঝারি শিল্পের বিকাশের সম্ভাবনাও যথেষ্ট বলেই মনে করছে শিল্প দফতর।

এদিনের মন্ত্রিসভা বৈঠকেই রাজ্য সরকারের আরও একটি গুরুত্বপূর্ণ শিল্প সংক্রান্ত সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে। টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড -কে ৯৯ বছরের লিজে ১২৬.৬৩ কোটির বিনিময়ে ৪০ একর জমি দেওয়া হয়েছে। এই জমি কোত্রুঙ ও ভদ্রকালী মৌজায়বিঅবস্থিত, যা টি আর এস এল-এর বর্তমান ৩৪ একর কারখানার লাগোয়া। এবিষয়ে রাজ্য ও রেলের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে ১২ জুলাই। জমি হস্তান্তরের ফলে উত্তরপাড়ায় কোচ নির্মাণ প্রকল্পে সম্প্রসারণের বড় সুযোগ তৈরি হয়েছে।
পর্যবেক্ষকদের মতে, রানীগঞ্জ থেকে উত্তরপাড়া—রাজ্যের দুই প্রান্তে শিল্প সম্প্রসারণের এই ধারাবাহিক পরিকল্পনা রাজ্যের অর্থনীতি ও কর্মসংস্থানে বড় দিশা দেখাবে।

Latest article