ছুটি ঘোষণা করল রাজ্য

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার জন্য ১৩ নভেম্বর ওইসব বিধানসভা এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার।

Must read

প্রতিবেদন : আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। তার জন্য ১৩ নভেম্বর ওইসব বিধানসভা এলাকায় ছুটি ঘোষণা করল রাজ্য সরকার। রাজ্যের অর্থ দফতর সোমবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ওই সব বিধানসভার নাগরিকেরা যাতে নির্বিঘ্নে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সমস্ত সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত সংস্থা, স্কুল-কলেজ, শিক্ষাপ্রতিষ্ঠান, পঞ্চায়েত, পুরসভার মতো স্থানীয় প্রশাসনিক দফতরগুলিতে ছুটি থাকবে।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে হত তিন জঙ্গি, গত সপ্তাহে দুই সেনা সহ ১২ জনের মৃত্যু

চা-বাগান-সহ দোকান, বাণিজ্যিক ও শিল্প প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিধানসভা নির্বাচনী এলাকার জন্য উল্লিখিত তারিখটিকে সবেতন ছুটি হিসাবে ঘোষণা করতেও নির্দেশিকা জারি করা হয়েছে। এই ছ’টি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত কোনও ব্যক্তি যদি কর্মসূত্রে বাইরে থাকেন, তবে সেক্ষেত্রেও এই নির্দেশ প্রযোজ্য থাকবে। নির্দেশ অনুযায়ী ওই ব্যক্তি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫বি(১) ধারার অধীনে বর্ধিত বেতনের ছুটির সুবিধা পাওয়ার অধিকারী। আগামী ১৩ নভেম্বর সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালডাংরা আসনে ভোটগ্রহণ করা হবে।

Latest article