ক্ষমা চেয়ে নিলেন রাজ্য কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে নিজের বক্তব্য পেশের পাশাপাশি ক্ষমা চান রাজীব।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার করেনি, অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। অক্টোবরে সেই মামলায় আদালত অবমাননার রুল জারি করে ডিভিশন বেঞ্চ এবং শরীরে নির্বাচন কমিশনারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২৪ নভেম্বর সেই মামলার শুনানিতে শরীরের হাইকোর্টে হাজির হন নির্বাচন কমিশনার (Rajiva Sinha)। সেদিন নির্বাচন কমিশনারকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ১৫ দিনের মধ্যে।
আরও পড়ুন- গঙ্গাসাগর মেলায় নেই কেন্দ্রের স্বীকৃতি, কুম্ভমেলার সঙ্গে তুলনা করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
সোমবার ছিল সেই মামলার শুনানি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে কমিশনারের হলফনামা পেশ করা হলে তাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। যদিও হাইকোর্ট হলফনামা খতিয়ে দেখার কথা জানায়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৩ ফেব্রুয়ারি।