ক্ষমা চেয়ে নিলেন রাজ্য কমিশনার রাজীব সিনহা (Rajiva Sinha)। পঞ্চায়েত ভোটে আদালত অবমাননার মামলায় নিঃশর্ত ক্ষমা চাইলেন তিনি। সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে নিজের বক্তব্য পেশের পাশাপাশি ক্ষমা চান রাজীব।
পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনীর সঠিক ব্যবহার করেনি, অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের হয়। অক্টোবরে সেই মামলায় আদালত অবমাননার রুল জারি করে ডিভিশন বেঞ্চ এবং শরীরে নির্বাচন কমিশনারকে হাজিরার নির্দেশ দেওয়া হয়। ২৪ নভেম্বর সেই মামলার শুনানিতে শরীরের হাইকোর্টে হাজির হন নির্বাচন কমিশনার (Rajiva Sinha)। সেদিন নির্বাচন কমিশনারকে রুলের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয় ১৫ দিনের মধ্যে।
আরও পড়ুন- গঙ্গাসাগর মেলায় নেই কেন্দ্রের স্বীকৃতি, কুম্ভমেলার সঙ্গে তুলনা করে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর
সোমবার ছিল সেই মামলার শুনানি। রাজ্য নির্বাচন কমিশনের পক্ষে কমিশনারের হলফনামা পেশ করা হলে তাতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। যদিও হাইকোর্ট হলফনামা খতিয়ে দেখার কথা জানায়। মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয় ২৩ ফেব্রুয়ারি।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…