প্রতিবেদন : লক্ষ্মীর ভাণ্ডার-সহ রাজ্যের তিন সামাজিক প্রকল্পে অর্থের জোগান আরও সুচারু করতে উদ্যোগী হল রাজ্যের অর্থ দফতর (Finance Department)। এজন্য ওই তিন প্রকল্পে বরাদ্দ অর্থ নির্ধারিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে আর অর্থ দফতরের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হবে না। আগামী মার্চ মাস থেকেই লক্ষ্মীর ভাণ্ডার, কৃষকবন্ধু ও জয় বাংলা পেনশন প্রকল্পের জন্য এই নতুন বিধি কার্যকর হচ্ছে। এই তিন প্রকল্পের যাঁরা উপভোক্তা তাঁদের নিদিষ্ট সময় মেনে যাতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পান, সেই কারণে এই সিদ্ধান্ত।
অর্থ দফতরের (Finance Department) অনুমোদন পেতে দেরি হওয়ার কারণে বিক্ষিপ্ত কয়েকটি ক্ষেত্রে সামান্য দেরিতে টাকা পাচ্ছিলেন উপভোক্তারা। সামাজিক প্রকল্পে টাকা পাঠাতে গেলে অর্থ দফতরের অনুমতি নিতে হয় সংশ্লিষ্ট দফতরগুলিকে। সংশ্লিষ্ট দফতর থেকে ফাইল আসে অর্থ দফতরে। এর ফলে কিছুটা দেরি হয়। কিন্তু এই পদ্ধতি এবার বদলাতে চান মুখ্যমন্ত্রী। তাই তিনি এবার সংশ্লিষ্ট দফতরগুলিকে এই নির্দেশ দিয়েছেন। সাধারণ ভাবে এই ধরনের প্রকল্পগুলিতে বরাদ্দ ট্যাক্স অর্থ দফতরের (অডিট) বিভাগের একটি বিশেষ শাখার (গ্রুপটি) অনুমোদন সাপেক্ষে প্রকল্পগুলির সঙ্গে সংশ্লিষ্ট দফতরের নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোই দস্তুর।
পরবর্তী ধাপে সেখান থেকে আবার জনে জনে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছয়। আর্থিক নিয়মবিধি শিথিল করার জেরে এবার থেকে গ্রুপ টি’র অনুমোদন ছাড়াই টাকা সংশ্লিষ্ট দফতরের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। সেখান থেকে আবার সরাসরি উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। অতি সম্প্রতি অর্থসচিব এই সংক্রান্ত নির্দেশনামাটি জারি করেছেন।