ন্যায় সংহিতা পর্যালোচনায় রিভিউ কমিটি গঠন করল রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : দেশের নতুন তিন ফৌজদারি আইন পর্যালোচনা করতে কমিটি গড়ল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি তথা রাজ্যের লোকায়ুক্ত অসীমকুমার রায়ের নেতৃত্বাধীন সাত সদস্যের কমিটি গত পয়লা জুলাই থেকে দেশজুড়ে কার্যকর হওয়া নতুন তিন ফৌজদারি আইন— ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ও ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম আইন পর্যালোচনা করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট দেবে। রাজ্যের স্বরাষ্ট্র দফতর বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, সংবিধান মোতাবেক আইনশৃঙ্খলা যেহেতু রাজ্যের এক্তিয়ারভুক্ত এবং নতুন তিন আইনের বেশ কিছু বিষয়ের সঙ্গে রাজ্য সরকার যেহেতু একমত নয় (সেকথা লিখিতভাবে কেন্দ্রকে জানানো হয়েছে) তাই এই আইন তিনটি পর্যালোচনার প্রয়োজন। কমিটি মূলত দুটি বিষয় পর্যালোচনা করবে। প্রথমত নতুন তিন ফৌজদারি আইনের এ-রাজ্যের জন্য বিশেষভাবে কোনও সংশোধনীর প্রয়োজন আছে কিনা। দ্বিতীয়ত রাজ্যস্তরে আইনগুলির নাম পরিবর্তনের প্রয়োজন আছে কিনা। এছাড়া এই তিনটি আইনের সঙ্গে সংশ্লিষ্ট অন্য কোনও বিষয়ে কমিটি প্রয়োজনীয় কোনও পরামর্শ থাকলে তাও দেবে। সাত সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন— আইনমন্ত্রী মলয় ঘটক, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, সুপ্রিমকোর্টে সরকারপক্ষের মুখ্য কৌঁসুলি সঞ্জয় বসু, রাজ্য পুলিশের মহানির্দেশক এবং কলকাতার পুলিশ কমিশনার। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, কমিটি প্রয়োজনে শিক্ষাবিদ, আইন বিশেষজ্ঞ, প্রবীণ আইনজীবী, গবেষকদের নিয়োগ করতে পারবে। নতুন আইন সম্পর্কে সাধারণ মানুষের মতামতও নিতে পারবে। তিন মাসের মধ্যে কমিটির রিপোর্ট সরকারের কাছে জমা পড়বে।

আরও পড়ুন: এজেন্সি রাজনীতির নোংরামি বন্ধ করো

উল্লেখ্য নতুন তিন আইনের নৈতিকতা এবং বস্তবিকতা নিয়ে প্রশ্ন তুলে প্রধানমন্ত্রীকে আগেই চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিন আইন নতুন করে পর্যালোচনার দাবি জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, গত ডিসেম্বরে সংসদের দুই কক্ষের ১৪৬ জন সাংসদকে বহিষ্কারের পর যে স্বৈরাচারী পদ্ধতিতে ওই তিনটি বিল পাশ করানো হয়েছিল, তা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে একটি কালো দাগ। এখন তা পুনর্বিবেচনার প্রয়োজন।
মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে প্রধানমন্ত্রীকে মনে করিয়ে দিয়েছেন, বিদায়ী লোকসভায় যে ভাবে কোনও আলোচনা ছাড়াই দ্রুত বিল তিনটি পাশ করানো হয়েছিল, তা গণতান্ত্রিক প্রক্রিয়া এবং মূল্যবোধের পরিপন্থী। স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার কথা ভেবে নবনির্বাচিত লোকসভার সদস্যদের তাঁদের আমলে কার্যকর হওয়া আইন নিয়ে বিতর্কে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। রাতের খবর, কমিটি তৈরির পরেই ফের রাজ্যপাল স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বাগড়া দিতে নেমেছেন।

Latest article