বোনাস দেওয়ার নির্দেশিকা জারি করল রাজ্য সরকার

দুর্গাপুজোর আগেও বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে৷ সবক্ষেত্রেই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৪৮০০ টাকাই থাকছে৷

Must read

প্রতিবেদন : বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মরত কর্মী ও শ্রমিকদের প্রাপ্য বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল রাজ্য সরকার। শ্রম দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে কর্মীদের পুজো বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন-নীলরতনে চালু হল মা ক্যান্টিন

বিভিন্ন তথ্যপ্রযুক্তি, দোকান, রেস্তোরাঁ, চটকলে কর্মরত স্থায়ী অস্থায়ী কর্মী, নিরাপত্তা রক্ষী ও বাগিচা শ্রমিকদের নির্ধারিত সময়র মধ্যে বোনাস মিটিয়ে দিতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যেসব শিল্প সংস্থা বা চা-বাগান বন্ধ রয়েছে আসন্ন উৎসবের মরশুমের আগেই সেখানে কর্মরতদের এককালীন দেড় হাজার টাকা করে আর্থিক সহায়তা বা ফাওলাই দেওয়ার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন-ওয়ার্নারকে ছাড়াই আজ ভারতে আসছে অস্ট্রেলিয়া

এদিকে রাজ্য সরকার এবার স্থায়ী কর্মীদের পাশাপাশি ক্যাজুয়াল কর্মীদেরও পুজোর আগে বোনাস দেবে। তবে ক্যাজুয়াল কর্মীদের কাজে যোগ দেওয়ার পর অন্তত ১২০ দিন সম্পন্ন হলেই তাঁরা এই বোনাস পাবেন৷ ইদের আগে একদফা এই বোনাস দেওয়া হয়েছে। দুর্গাপুজোর আগেও বোনাস দেওয়া হবে বলে রাজ্য সরকারের নির্দেশিকায় জানানো হয়েছে৷ সবক্ষেত্রেই বোনাসের সর্বোচ্চ পরিমাণ ৪৮০০ টাকাই থাকছে৷

Latest article