২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সাহায্য রাজ্যের

Must read

প্রতিবেদন : বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত রাজ্যের ২৯টি ক্রীড়া সংস্থাকে আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার (West bengal government)। মোট ১ কোটি ১৩ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে এই সংস্থাগুলির জন্য। বৃহস্পতিবার গঙ্গাসাগর মেলার ট্রানজিট পয়েন্টের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে এই আর্থিক সহায়তার চেক তুলে দেন ক্রীড়াজগতের বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের হাতে।

অনুষ্ঠানের মঞ্চ থেকেই ক্রীড়া প্রসঙ্গে কেন্দ্রকে কটাক্ষ করতেও ছাড়েননি মুখ্যমন্ত্রী। সম্প্রতি দেশের দুই ঐতিহ্যশালী ফুটবল ক্লাবের নাম উচ্চারণ করতে গিয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্যের হোঁচট খাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আমার ধন্যবাদ কলকাতার তিনটি ক্লাবকে—যাদের নাম নাকি দিল্লির স্পোর্টস মিনিস্টার ঠিক করে উচ্চারণই করতে পারেন না।

আরও পড়ুন-প্রতিহিংসার রাজনীতি, ইডিকে তোপ দাগলেন সাকেত ও মহুয়া

এর পরেই মুখ্যমন্ত্রী নাম করে উল্লেখ করেন মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান স্পোর্টিং ক্লাবের। তিনি বলেন, এই তিনটি ক্লাবই আইএসএল-এ অংশগ্রহণ করতে চলেছে এবং তাঁদের জন্য রাজ্য সরকারের (West bengal government) তরফে শুভকামনা রইল। ‘‘আমি চাইব, ওরা ভাল করে লড়াই করুক, জিতে আসুক, বলেন মুখ্যমন্ত্রী।
রাজ্য সরকারের এই আর্থিক সহায়তা এবং মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে ক্রীড়ামহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজ্যের ক্রীড়া পরিকাঠামো ও ক্লাব সংস্কৃতিকে আরও শক্তিশালী করার বার্তাই এই মঞ্চ থেকে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী।

Latest article