সংবাদদাতা, মেদিনীপুর : গত শুক্রবার রাত ১২টার সময় ঘাটাল হাসপাতাল থেকে মেদিনীপুর হাসপাতালে রুগী নিয়ে যাওয়ার পথে কেশপুর ব্লকের আমড়াকুচির কাছে অ্যাম্বুল্যান্সের সঙ্গে লরির মুখোমুখি সঙ্ঘর্ষে মৃত্যু হয় ছয়জনের। তার মধ্যে একই পরিবারের পাঁচজন ছিলেন।
আরও পড়ুন-রাজ্যজুড়ে ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে
সোমবার বিকেলে নিহতদের পরিবারকে সমবেদনা জানাতে উপস্থিত হন কেশপুর বিডিও কৌশিক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি চিত্তরঞ্জন গড়াই, ব্লক তৃণমূল সভাপতি প্রদ্যোত পাঁজা, গ্রাম পঞ্চায়েতের প্রধান মঞ্জু দলবের প্রমুখ। দুর্ঘটনা জনিত মৃত্যুর কারণে বিমা হিসেবে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবে বলে জানান বিডিও কৌশিক রায়। পাশাপাশি ছেলেমেয়েদের পড়াশোনার দায়ভার প্রশাসন এবং রাজ্য সরকার নেবে বলেও জানান তিনি। প্রদ্যোত বলেন, আমরা শোকাহত পরিবারকে সমবেদনা জানানো সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের সুযোগসুবিধা পাইয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।