পাঁচ হাজার কোটি সাহায্য দিল রাজ্য

কেন্দ্রের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে রাজ্যের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজ উদ্যোগে রাজ্যের দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়ে নতুন নজির গড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কৃষকবন্ধু প্রকল্পের আওতায় চলতি আর্থিক বছরে কৃষকদের পাঁচ হাজার কোটি টাকা অর্থসাহায্য করেছে রাজ্য সরকার। কেন্দ্রের সাহায্য ছাড়া নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হয়েছে। কোনও একটি আর্থিক বছরের মধ্যে প্রায় ৯১ লক্ষ কৃষককে এই অঙ্কের অর্থসাহায্য নজিরবিহীন বলে রাজ্যের কৃষি কর্তারা জানিয়েছেন।

আরও পড়ুন-বাঘ-বিধবা

রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানান, ২০১৮ সালে কৃষকবন্ধু প্রকল্প চালু হওয়ার পর থেকে এপর্যন্ত কৃষকদের এই প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১২ হাজার কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। এর ফলে তিনগুণ আয় বেড়েছে কৃষকদের। কৃষিমন্ত্রী জানিয়েছেন, বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পে সুবিধাভোগীদের ৫ হাজার টাকার বদলে ১০ টাকা করে সাহায্য করা হচ্ছে। ন্যূনতম সহায়তা ২ হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৪ হাজার টাকা। ৯১ লক্ষ কৃষক, বর্গদার এবং ভাগচাষি কৃষকবন্ধু প্রকল্পের সাহায্য পাচ্ছেন। রবি মরশুমে ৯১ লক্ষের বেশি কৃষককে ২৫৫৫ কোটি টাকা দেওয়ার পদক্ষেপ করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ৯০ লক্ষ কৃষকের অ‌্যাকাউন্টে সেই টাকা ঢুকেও গিয়েছে। যা পরিস্থিতি মার্চ পর্যন্ত সাহায্য প্রাপক কৃষকের সংখ্যা ৯২ লক্ষে গিয়ে পৌঁছবে।

Latest article