কাউকে টার্মিনেট করেনি রাজ্য, যোগ্যরা স্কুলে যান, বার্তা মুখ্যমন্ত্রীর

Must read

রাজ্য সরকারের ২৫ হাজার ৭৫২ শিক্ষকের চাকরি বাতিলে সুপ্রিম কোর্টের রায়ে অন্ধকারে রাজ্যের কয়েক হাজার পরিবার। কিন্তু বরাবর যোগ্য ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে রাজ্যের প্রশাসন। মানবিক ও আইনি দিক বিবেচনা করে সব লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এসএসসি-র রায়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। যোগ্য চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা-শিক্ষাকর্মীদের নিজেদের স্কুলে গিয়ে কাজ চালিয়ে যাওয়ার অনুরোধ করলেন তিনি। সেই সঙ্গে স্পষ্ট করে দিলেন রাজ্যের সরকার এখনও কাউকে টার্মিনেট করেনি। সেই সঙ্গে কারো সার্ভিস ব্রেক না হওয়ারও বার্তা দেন।

যোগ্য চাকরিহারাদের আশ্বাসের কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) রাজ্যের পরিকল্পনা স্পষ্ট করে দেন। তিনি বলেন, পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা রাখতে পারে। ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায়। এবং তাই আমাদের প্ল্যান – এ, বি, সি, ডি, ই রেডি।

আরও পড়ুন- আমি বেঁচে থাকতে যোগ্যদের চাকরি যেতে দেব না: মুখ্যমন্ত্রী

এরপরই তিনি স্মরণ করিয়ে দেন আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনও পর্যন্ত। কোনও নোটিশ পেয়েছেন। আপনার বিরুদ্ধে কেউ যদি দুর্নীতি প্রমাণ করতে না পারে তাহলে আপনাকে কেউ যেতে বারণ করবে না।

শিক্ষক সমাজের প্রতি আস্থা রেখেছে রাজ্যের প্রশাসন, তা স্পষ্ট করে দিয়েই রাজ্যের মুখ্যমন্ত্রী বার্তা দেন, আপনি আপনার কাজ করুন। আপনার কাজে কেউ বারণ করেনি। আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না? আপনারা স্কুলগুলিতে ক্লাস করবেন না? ভলান্টারিলি সার্ভিস সবাই দিতে পারে।

ইতিমধ্য়েই রাজ্য সরকার এই মামলায় আইনি পরামর্শ নিয়েছে। সেই পরামর্শ অনুসারেই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের বৈঠক থেকে এদিন জানান, আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা দুমাসের মধ্যে প্রসেসিংয়ের মধ্য দিয়েই নিশ্চিত হবে। আপনাদের চাকরি ব্রেক হবে না। আপনার অভিজ্ঞতা ও অতিরিক্ত ছাড় আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন।

Latest article