বঙ্গ

সহায়কমূল্যে আলু কেনা শুরু রাজ্যের

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী আলুর ন্যূনতম সহায়কমূল্য ঘোষণার পর রাজ্য সরকার কৃষকদের কাছ থেকে আলু কেনার প্রক্রিয়া শুরু করেছে। তবে শুধু আলুই নয় কৃষকদের পাশে দাঁড়াতে এবং সাধারণ মানুষকে শাক-সব্জির আকাশছোঁয়া দাম থেকে রেহাই দিতে পেঁয়াজ, টোম্যাটো-সহ বিভিন্ন আনাজ তাঁদের থেকে সরাসরি কিনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সরকারি বিক্রয় কেন্দ্রগুলি থেকে তা বিক্রি করা হবে। এজন্য আলুর মতো ওই সব ফসলেরও সহায়ক মূল্য স্থির করা হচ্ছে। সংশ্লিষ্ট দফতরের তরফে জানানো হয়েছে, ১ মার্চ থেকে জ্যোতি আলু কেনার প্রক্রিয়া শুরু হবে। উত্তর ও দক্ষিণ মিলিয়ে মোট ১২টি জেলায় ৩১ মার্চ পর্যন্ত এই পর্ব চলবে। পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর থেকে মোট ১১ লক্ষ টন আলু সংগ্রহ করা হবে। একজন কৃষকের কাছ থেকে সর্বোচ্চ ৩৫ কুইন্টাল আলু কেনা হবে। প্রতি কুইন্টাল আলুর দাম দেওয়া হবে ৯০০ টাকা। হিমঘর কর্তৃপক্ষের মাধ্যমে চাষিদের কাছ থেকে আলু কিনবে সরকার। হিমঘর মালিকদের সমবায় ব্যাঙ্ক বা রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ঋণ দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে। আলুর অতিরিক্ত ফলনের প্রেক্ষিতে চাষিদের অভাবী বিক্রি রুখতে এই পদক্ষেপ।

আরও পড়ুন-প্রণয়-পুত্রের সঙ্গে দেখা শিশু কমিশনের, বিস্ফোরক বয়ানমরার ভান করেই প্রাণে বাঁচল প্রতীপ

প্রশাসনিক সূত্রের খবর, কৃষি বিপণন দফতরের অধীনে রাজ্যে সংখ্যায় বেড়ে ৯০টি ‘রেগুলেটেড মার্কেট কমিটি’ (আরএমসি) আনাজ কিনবে। জেলা স্তরে আরএমসি-গুলি জেলাশাসকদের অধীন। স্থির হয়েছে, গোটা বছর ধরে প্রায় ৫,০০০ টন আলু কৃষকদের থেকে কেনা হবে। রাজ্যে এখন ৭০-৮০ কুইন্টাল রবি-সুখসাগর পেঁয়াজ উৎপাদিত হয়। কুইন্টাল ২,২৫০ টাকা দামে তা কেনার পরিকল্পনা করা হয়েছে। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা ও হলদিবাড়িতে উৎপাদিত প্রায় ২০০০ কেজি টোম্যাটো কুইন্টালে ৭০০-৮০০ টাকায় কেনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

9 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

9 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

10 hours ago