সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগনা : ডানার প্রভাবে উপকূলবর্তী এলাকার ক্ষতি হয়েছে একাধিক কাঁচাবাড়ির। কোথাও বাড়ির চাল উড়ে গিয়েছে তো কোথাও বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতি হয়েছে ফসলেরও। এবার ক্ষতিগ্রস্তদের হাতে রাজ্য সরকারের তরফে সাহায্য তুলে দিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক সমীরকুমার জানা, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি ও পাথরপ্রতিমা ব্লক আধিকারিক-সহ জেলা আধিকারিকরা।
আরও পড়ুন-রামনগরে সমবায় নির্বাচনে কুপোকাত বিজেপি, ৩৮-১০ ফলে সবুজ ঝড় তুলল তৃণমূল
সমীক্ষা বলছে, গোসাবা থেকে গঙ্গাসাগর পর্যন্ত প্রায় দশ হাজার মাটির বাড়ি ভেঙে পড়েছে। সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, গঙ্গাসাগর, বকখালি, কাকদ্বীপ, ডায়মন্ড হারবার, গোসাবা, ক্যানিং, বাসন্তী-সহ দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকায় ও সুন্দরবন উপকূলবর্তী এলাকায় সেভাবে ডানার প্রভাব পড়েনি। সুন্দরবনের ৭৬টি এলাকায় দুর্বল বাঁধ ছিল, সেইসব এলাকায় আগে থেকেই প্রশাসনের পক্ষ থেকে আপৎকালীন কাজ সারা হয়েছিল বলে কোথাও বাঁধভাঙার খবর নেই।
অতিবৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার ফলে দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় ধান চাষ, সবজি চাষ এবং পানের বরজের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানান মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। ইতিমধ্যেই সব মিলিয়ে প্রত্যেকটি নদীপথে ফেরি সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। সেই মতো গঙ্গাসাগরের কচুবেড়িয়ায় লট নম্বর এইট মুড়িগঙ্গা নদীর উপরে ভেসেল পরিষেবা চালু হয় শনিবার সকাল থেকেই। রাজ্য সরকারের পক্ষ থেকে শস্যবিমার আওতায় থাকা চাষিদের আর্থিক সাহায্য করা হবে বলে জানিয়েছেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী