ডিউটি ফেলে স্বাস্থ্যসাথীতে প্র্যাকটিস, দুই চিকিৎসককে তলব রাজ্যের

Must read

প্রতিবেদন : বিধি ভেঙে প্রাইভেট প্র্যাকটিস করার অভিযোগে ফের সরকারি হাসপাতালের দুই চিকিৎসককে (Doctors) তলব করল স্বাস্থ্য ভবন। অভিযুক্ত দুই চিকিৎসক হলেন ডাঃ সৌম্য পাল ও ডাঃ ঔনীক দাস। তাঁদের দু’জনকে আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর দু’টোয় সশরীরে স্বাস্থ্যভবনে তদন্ত কমিটির সামনে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সর্বশেষ পে স্লিপ ও প্রাইভেট প্র্যাকটিস করার জন্য প্রয়োজনীয় অনুমতিপত্র-সহ বিভিন্ন নথিও তাঁদের সঙ্গে করে আনতে বলা হয়েছে। নির্দেশিকায় স্বাস্থ্য ভবন জানিয়েছে, এই দু’জন সরকারি হাসপাতালের চিকিৎসক হওয়া সত্ত্বেও সম্পূর্ণ নিয়ম ভেঙে বেসরকারি প্রতিষ্ঠানে রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে চিকিৎসা পরিষেবা দিয়েছেন। এই অভিযোগ সামনে আসতেই তৎপরতার সঙ্গে তাঁদের তলব করল স্বাস্থ্যভবন। এই প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, অত্যন্ত গুরুতর অভিযোগ। অবশ্যই কড়া ব্যবস্থা নেওয়া উচিত। তিনি সরকারি চিকিৎসক। সরকারি হাসপাতালে বিনামূল্যে মানুষকে চিকিৎসা-পরিষেবা দিতে দায়বদ্ধ। সেটা না করে তাঁরা সরকারি প্রকল্প স্বাস্থ্যসাথীর টাকায় বেসরকারি হাসপাতালে গিয়ে পরিষেবা দিচ্ছেন। এই অভিযোগ যদি এসে থাকে তাহলে সবাইকে এই তদন্তের আওতায় আনা উচিত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

আরও পড়ুন- ব্যাপক ধস শেয়ার বাজারে! প্রায় ১২০০ পয়েন্ট পতন সেনসেক্সের

Latest article