প্রতিবেদন : একশো দিনের কাজ থেকে আবাস যোজনা। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে বাংলার বঞ্চনা অব্যাহত। কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের তথ্যেই তা সামনে এসেছে। এবার ফের আরও এক তথ্য সামনে এল। তথ্য বলছে, এ-রাজ্যের রেশনের (Ration) কেন্দ্রীয় বরাদ্দের ভর্তুকি শূন্য। সাংসদ মালা রায় ও দেবের তোলা প্রশ্নের উত্তরে কেন্দ্রের খাদ্য ও সরবরাহ বিভাগ যে তালিকা পেশ করেছে সেখানে দেখা যাচ্ছে, দেশের মধ্যে বাংলাই একমাত্র রাজ্য যার খাতে গত আর্থিক বছরে কোনও অর্থই বরাদ্দ হয়নি।
দুই তৃণমূল সাংসদের প্রশ্ন ছিল, কেন্দ্রের ক্রেতা সুরক্ষা ও খাদ্য সরবরাহ দফতরের পক্ষ থেকে কোনও রাজ্যের কোনও বরাদ্দ বকেয়া রয়েছে কিনা এবং সেই বকেয়া কবে মিটিয়ে দেওয়া হবে? উত্তরে কেন্দ্রীয় মন্ত্রী নিমুবেন বম্ভানিয়া দাবি করেন, খাদ্য ও সরবরাহ দফতর রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের কোনও বকেয়া রাখে না। রাজ্যগুলির সঙ্গে আলোচনার ভিত্তিতে তাদের চাহিদা অনুযায়ী প্রতি বছরের বরাদ্দের তালিকা তৈরি হয়। একই সঙ্গে সব রাজ্যকে দেওয়া কেন্দ্রীয় বরাদ্দের তালিকাও পেশ করে দফতর।
আরও পড়ুন- ইউনুসের মদতে বাংলাদেশ জুড়ে অসভ্যতা চলছে, দিল্লির মুখে কুলুপ
কেন্দ্রের তরফে প্রকাশিত সেই তালিকা বলছে, বাংলার রেশন (Ration) খাতে ২০২১-’২২, ২০২২-’২৩ অর্থবর্ষে টাকা বরাদ্দ হলেও ২০২৩-’২৪ অর্থবর্ষে সেই তালিকা ফাঁকা রয়েছে। তারপরও কেন্দ্রীয় সরকার দাবি করছে, কোনও রাজ্যের কোনও বকেয়া নেই। ২০২৪ সালের অক্টোবর মাস পর্যন্ত দেওয়া এই তথ্যে স্পষ্ট বাংলা ছাড়া আর কোনও রাজ্যকেই এভাবে বঞ্চিত করেনি
মোদি সরকার।