বঙ্গ

পুজোয় যাত্রীদের ভিড় সামলাতে প্রায় তিনশো নতুন বাস কিনছে রাজ্য

আর মাত্র কয়েকদিন পরেই দুর্গা পুজো। ঠিক এর আগেই আড়াইশো থেকে তিনশো বাস (Bus-West Bengal) কিনছে রাজ্যের পরিবহন দফতর। একইসঙ্গে জোরকদমে বহু পুরনো বাসগুলিকেও মেরামতির কাজ চলেছে। মেরামতির কাজ শেষ হলেই তা রাস্তায় নামবে। মঙ্গলবার এমনটাই জানালেন রাজ্যের পরিবহনমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তিনি আরও জানিয়েছেন, আইনি জটিলতায় আটকে রয়েছে ইলেক্ট্রিক বাসের ডেলিভারি। এই পরিস্থিতিতে গণপরিবহণে সংকট কাটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে যেমন সিএনজি ও বিদ্যুৎচালিত বাস রয়েছে, তেমনই রয়েছে ডিজেলচালিত বাসও।

গত বছর অগাস্ট মাসে ১হাজার ১৮০টি বিদ্যুৎচালিত বাস (Bus-West Bengal) সরবরাহের জন্য টাটা মোটর্সের সঙ্গে চুক্তি করেছিল রাজ্য সরকার। সেই চুক্তি অনুসারে চলতি বছর মার্চ মাসের মধ্যে ৫৫০টি বাস পাওয়ার কথা ছিল। কলকাতায় সমস্ত ডিজেলচালিত বাস বাদ দিয়ে সেখানে বিদ্যুৎচালিত বাস নামোনোর পরিকল্পনা ছিল রাজ্য পরিবহন দফতরের। কিন্তু এদিন পরিবহণমন্ত্রী জানালেন, আদালতে মামলা হওয়ায় এখনও পর্যন্ত সেই বাস হাতে পাওয়া যায়নি। ওদিকে ব্যবহারযোগ্য না থাকায় নিয়মিত বসে যাচ্ছে একের পর এক সরকারি বাস। তার ওপর সামনেই পুজো। এই পরিস্থিতিতে যাত্রীদের চাপ সামলাতে জরুরি ভিত্তিতে ২৫০টি বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে পরিবহণ দফতর। এর মধ্যে সব রকম জ্বালানি চালিত বাসই থাকবে।

আরও পড়ুন- শিরদাঁড়া বিক্রি করেননি বলেই এজেন্সিকে দিয়ে হেনস্থা অভিষেককে

মন্ত্রী আরও জানান, যে সমস্ত বাসের সিট ছিঁড়ে গিয়েছে বা রং চটে গিয়েছে সেগুলিকে মেরামত করে ঝকঝকে করতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে যাত্রীস্বাচ্ছন্দ কিছুটা হলেও বাড়বে। এছাড়া তিনি বলেন, দূরপাল্লার বাসের মতো শহরের বাসেও যাতে অনলাইনে টিকিট কাটা যায় তার ব্যবস্থা হচ্ছে। নতুন বাসেও তা থাকবে। এই প্রযুক্তির ব্যবহার শুরু হলে কনডাক্টরের ওপর নির্ভরশীলতা কমবে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

54 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago