পাট্টা দিচ্ছে রাজ্য, রেল দিচ্ছে না পুনর্বাসন

মমতা বন্দ্যোপাধ্যায় চান পশ্চিমবাংলায় যেন কোনও মানুষ ভূমিহীন না থাকেন। আর সেই জন্যই ভূমিহীন মানুষ নিজের জমি পাট্টা পাচ্ছেন

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চান পশ্চিমবাংলায় যেন কোনও মানুষ ভূমিহীন না থাকেন। আর সেই জন্যই ভূমিহীন মানুষ নিজের জমি পাট্টা পাচ্ছেন। কেন্দ্রীয় সরকারের রেল দফতর বহু বছর থেকে বসতি মানুষদের পুনর্বাসন না দিয়েই উচ্ছেদ করছে, যা অত্যন্ত অমানবিক। এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

আরও পড়ুন-বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হস্তিশাবকের মৃত্যু

সোমবার উদ্বাস্তুদের পুনর্বাসন সংক্রান্ত সমস্যা সমাধানে ও সংগঠনকে মজবুত করতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে বৈঠকে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি রঞ্জিত সরকার। এদিন এই বৈঠকে রঞ্জিতবাবু ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কৌশিক গুণ সহ অন্যরা। ইসলামপুরে বৈঠক শেষে তিনি রওনা দেন চোপড়ায় উদ্বাস্তু সেলের আয়োজিত বৈঠকে।

Latest article