রাজ্যের বিধায়কদের আবার ল্যাপটপ কেনার টাকা দেবে বিধানসভা

রাজ্যের বিধায়কদের আবার ল্যাপটপ কেনার টাকা দেবে বিধানসভা। তার জন্য প্রত্যেক বিধায়ককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

Must read

প্রতিবেদন : রাজ্যের বিধায়কদের আবার ল্যাপটপ কেনার টাকা দেবে বিধানসভা। তার জন্য প্রত্যেক বিধায়ককে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বিধানসভার নিজস্ব তহবিল থেকেই এই টাকা দেওয়া হবে বলে জানা গিয়েছে। বিধায়কদের ল্যাপটপ কেনার পর জিএসটি সহ বিল জমা দিতে বলা হয়েছে। তারপর তাঁদের সেই টাকা মিটিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন-তাজপুরে ৩ কিমি সমুদ্রবাঁধের কাজ শুরু

মন্ত্রীরা ল্যাপটপ কেনার জন্য পাবেন ৬০ হাজার টাকা করে। অতীতে চিরাচরিত সরকারি ‘নিয়ন্ত্রণ’ মেনে ল্যাপটপ বাছাইয়ে বিধায়কদের কোনও সুযোগ থাকত না। সরকারি প্রক্রিয়ায় কেনা ল্যাপটপের মডেলই তাঁদের নিতে হয়েছিল। নিজেদের প্রয়োজনমতো ‘স্পেসিফিকেশন’-এর সুযোগ ছিল না। পরবর্তীকালে অনেক বিধায়কই ওই ল্যাপটপ নিয়ে অভিযোগ জানান। কিন্তু কোথা থেকে কোন ল্যাপটপ কেনা হয়েছে, তার কোনও তথ্য চটজলদি না-মেলায় ‘সার্ভিসিং’-এর অসুবিধা হয়েছে। বেশ কিছু বিধায়ক অকেজো ল্যাপটপ সারাতে পারেননি।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে কুর্নিশ বিজেপি মন্ত্রীর

অতীতের অভিজ্ঞতা থেকে ‘শিক্ষা’ নিয়েই ব্যবস্থার পরিবর্তন করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তিনি বিধায়কদের সরাসরি ল্যাপটপ কিনে দেওয়ার বদলে নগদ টাকা দেওয়ার ব্যবস্থা করেন। যাতে বিধায়করা নিজেদের পছন্দমতো ল্যাপটপ কিনে নিতে পারেন। এই পদ্ধতি মেনে এর আগে দু’দফায় বিধায়কদের ল্যাপটপ দেওয়া হয়েছে। ২০২১ সালের বিধানসভা ভোটের পর আবার অনেক নতুন সদস্য যুক্ত হওয়ায় নতুন করে ল্যাপটপ কিনে দেওয়ার এই উদ্যোগ বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।

Latest article