প্রতিবেদন : রাজ্যে ক্রমবর্ধমান প্রসূতি মৃত্যুর হার কমাতে স্বাস্থ্য দফতর বিশেষ নজরদারি দল গঠন করেছে। সাম্প্রতিককালে যেসব জায়গায় একাধিক প্রসূতি মৃত্যুর ঘটনা ঘটেছে ওই দলের সদস্যরা সেইসব এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখবেন। সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে তাঁরা প্রসূতি মৃত্যুর কারণ খতিয়ে দেখবেন বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন-সাহিত্যের অঙ্গনে মহিলা সাহিত্যিক
রাজ্যে প্রসূতির মৃত্যু বৃদ্ধি নিয়ে স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম সম্প্রতি সমস্ত জেলার স্বাস্থ্য কর্তাদের নিয়ে এক উচ্চপর্যায়ের বৈঠক করেন। সেখানেই তিনি ওই নির্দেশ দেন। এর পাশাপাশি ব্লক প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে প্রসূতিদের চিকিৎসার আলাদা বিভাগ খোলার নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা সপ্তাহে অন্তত দু’বার চিকিৎসাধীন প্রত্যেক গর্ভবতী মহিলার স্বাস্থ্য পরীক্ষা করবেন। যাঁদের ঝুঁকি রয়েছে তাঁদের উপর বিশেষ নজরদারির নির্দেশও দেওয়া হয়েছে।