প্রতিরক্ষা করিডর গড়তে চায় রাজ্য

পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে এই প্রথমবার পূর্ব ভারতে প্রদর্শিত হল মিনি ডিফেন্স এক্সপো। নাম দেওয়া হয়েছে, ‘ইস্ট টেক-২০২২’।

Must read

প্রতিবেদন : উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুর আদলে রাজ্যে প্রতিরক্ষা শিল্প করিডর গড়ে তুলতে রাজ্য সরকার সেনাবাহিনীর কাছে আবেদন জানিয়েছে। কলকাতায় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে আয়োজিত দু’দিনের প্রদর্শনীতে অংশ নিয়ে তিনি এই আবেদন জানান। পাশাপাশি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও ছোট শিল্প সংস্থাগুলির সম্ভাবনার দিকটিও তিনি তুলে ধরেছেন। এ ধরনের সরঞ্জাম উৎপাদনে যথাযথ প্রশিক্ষণ গবেষণা এবং উন্নত পরিকাঠামো গড়ে তোলার জন্য মুখ্যসচিব কেন্দ্রের কাছে আবেদন জানান।

আরও পড়ুন-বাতিস্তম্ভ মুড়ে ফেলা হচ্ছে ম্যাট দিয়ে

মুখ্যসচিব প্রস্তাব দেন, রাজ্যের ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের নীতি অতীতের তুলনায় অনেকটাই সরল করা হয়েছে। বহু শিল্পোদ্যোগী বাংলা সম্পর্কে আগ্রহ প্রকাশ করছেন। অনেকেই এখানে শিল্প গড়ছেন। তাই এখানে ডিফেন্স করিডর তৈরি হলে, শিল্পোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এখানে জমি রয়েছে। কর্মীসংকট নেই। অন্য ধরনের সমস্যাও কিছু নেই। তবে, মুখ্যসচিবের প্রস্তাব প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার পূর্বাঞ্চলীয় কমান্ডের নেই। আমরা প্রতিরক্ষা মন্ত্রকে বিষয়টি জানাব। প্রসঙ্গত, ডিফেন্স করিডর রয়েছে শুধু উত্তরপ্রদেশ এবং তামিলনাড়ুতে। রাজ্যের এই প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রকের কাছে পাঠানো হবে বলে কলিতা জানিয়েছেন।

আরও পড়ুন-এক পথে এগোবে দুই সংগঠন

পূর্বাঞ্চলীয় কমান্ডের উদ্যোগে এই প্রথমবার পূর্ব ভারতে প্রদর্শিত হল মিনি ডিফেন্স এক্সপো। নাম দেওয়া হয়েছে, ‘ইস্ট টেক-২০২২’। সহযোগিতায় ছিল সোসাইটি অফ ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড কমফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্টিজ (এসআইডিএম)। সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, প্রতিরক্ষার সঙ্গে যুক্ত অস্ত্র ও সরঞ্জাম প্রস্তুতকারী ২০৫টি সংস্থা এই এক্সপোতে যোগ দিয়েছে। বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার, সিকিউবি কার্বাইন, লাইট মেশিনগান, অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, প্রোটেকটিভ কার্বাইন, সাধারণ কার্বাইন রাইফেল, অত্যাধুনিক পিস্তল, নিরাপত্তাযুক্ত গাড়ি, ছোট আগ্নেয়াস্ত্র, ডিফেন্স ইলেকট্রনিক আইটেম, বিভিন্ন ধরনের আধুনিক ড্রোন, ডিভাইস, সেল, আধুনিক মাইন ডিটেক্টর-সহ নানা জিনিসপত্র প্রদর্শিত হয়েছিল। সেইসঙ্গে সেনাবাহিনীর পোশাক, বুলেটপ্রুফ জ্যাকেট, বুলেটপ্রুফ হেলমেট, রাডার, সিগন্যালিং মেশিন-সহ নানা আধুনিক জিনিস নিয়ে হাজির হয়েছিল নানা সংস্থা।

Latest article