প্রতিবেদন : এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ৪৮ ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল স্কুল সার্ভিস কমিশন। গত সোমবার ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দিয়ে ওই প্যানেলের সমস্ত নিয়োগকে বেআইনি বলে ঘোষণা করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। তার জেরে এক ধাক্কায় চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মী। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে সুবিচারের দাবি জানিয়ে ইতিমধ্যেই পথে নেমেছেন চাকরিহারা যোগ্যরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে আদালতের এই সিদ্ধান্তের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে যাওয়ার কথা দিয়েছিলেন। সেইমতো বুধবার রাজ্য সরকারের তরফে সুপ্রিম কোর্টে (Supreme Court) জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি দ্রুত শুনানির আবেদন করা হবে। লোকসভা নির্বাচনের ফল ঘোষণার ১৫ দিনের মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তাই এই বিষয়ে দ্রুত নিষ্পত্তি চাইছে রাজ্য। অন্তত যতদিন না সুরাহা হচ্ছে, ততদিন হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চাইছে রাজ্য। তাই বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অথবা অন্য কোনও বেঞ্চে দ্রুত শুনানির আবেদন জানানো হবে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- হাজার ঘণ্টা পার, শ্বেতপত্র কই?