বিষ্ণুপুর বাইপাসে রাজ্য গড়ে তুলবে সাততলার আধুনিক মার্কেটিং হাব, মউ স্বাক্ষরের পর হল জমি পরিদর্শন

তারই একটি হবে বিষ্ণুপুরে। অত্যাধুনিক শপিং মলের আদলে তৈরি এই সাততলা মার্কেটিং হাবের আন্ডারগ্রাউন্ডে থাকবে পার্কিং জোন।

Must read

প্রতিবেদন: বিষ্ণুপুরের বাইপাসে সরকারি উদ্যোগে গড়ে উঠবে শপিং মলের আদলে একটি অত্যাধুনিক সাততলা মার্কেটিং হাব। ভগৎ সিং মোড় থেকে জয়পুর যাওয়ার রাস্তার ধারে পুরনো প্রস্তাবিত বাসস্ট্যান্ডের জায়গায় তৈরি হবে এই হাব। বিষ্ণুপুর পুরসভার তরফে জমি চিহ্নিত করে দেওয়া হয়েছে। সম্প্রতি রাজ্যের সঙ্গে একটি সংস্থার হাব তৈরির মউ-চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়েছে। সংস্থার কর্মীরা শুক্রবার জমি পরিদর্শনে আসেন। সঙ্গে ছিলেন এলাকার বিধায়ক তন্ময় ঘোষ, বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ প্রমুখ। কিছুদিনের মধ্যেই মুখ্যমন্ত্রী ওই হাবের শিলান্যাস করবেন বলেও জানা গিয়েছে। প্রশাসন সূত্রে খবর, ক্ষুদ্রশিল্প দফতরের উদ্যোগে রাজ্যের ১৪টি জেলায় ১৫টি মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন-স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের পাঠ দিল জৈবহাট, সচেতন করলেন বক্তারা

তারই একটি হবে বিষ্ণুপুরে। অত্যাধুনিক শপিং মলের আদলে তৈরি এই সাততলা মার্কেটিং হাবের আন্ডারগ্রাউন্ডে থাকবে পার্কিং জোন। গ্রাউন্ড ফ্লোর-সহ চারটি তলায় বিভিন্ন দোকানের মধ্যে থাকবে স্বনির্ভর গোষ্ঠী ও হস্তশিল্পীদের জন্য বহু স্টল। থাকবে খাবারের দোকান, খুচরো পণ্যের শোরুম, রেস্তোরাঁ, হাইপার মার্কেট, ব্যাঙ্ক, এটিএম, অফিস ইত্যাদিও। বাকি তিনটি তলায় হোটেল এবং টপ ফ্লোরে থাকবে মাল্টিপ্লেক্স সিনেমা হল। এলাকার যুবদের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নের কথা মাথায় রেখেই রাজ্য সরকার বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে নতুন এই মার্কেটিং হাব তৈরির পথে এগোচ্ছে। বিধায়ক তন্ময় ঘোষ বলেন, রাজ্যে ১৫টি মার্কেটিং হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। বিষ্ণুপুরেও তার একটি তৈরির প্রস্তাব মন্ত্রী ইন্দ্রনীল সেনকে দেওয়ায় মুখ্যমন্ত্রী সবুজ সংকেত দিয়েছেন। আমি তাঁর কাছে কৃতজ্ঞ। বরাত পাওয়া সংস্থার লোকজন জমি পরিদর্শন এলে তাঁদের আমরা সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছি। হাব তৈরির পর এলাকার অর্থনৈতিক উন্নয়ন হবে। বিষ্ণুপুরের পুরপ্রধান গৌতম গোস্বামী জানান, মুখ্যমন্ত্রী বিষ্ণুপুরের যাবতীয় উন্নয়নে এগিয়ে এসেছেন। পুরসভার পক্ষে মার্কেটিং হাব গড়ার জন্য ১ একর জায়গা চিহ্নিত করা হয়। বিষ্ণুপুরের মার্কেটিং হাব তৈরির বরাত পাওয়া সংস্থার কর্মীরা বলেন, রাজ্য সরকার আমাদের হাব তৈরির সুযোগ করে দিয়েছেন। বড় বড় শহরে যেরকম অত্যাধুনিক শপিং মল রয়েছে, বিষ্ণুপুরেও আমরা সেই ধরনের হাব গড়ে তুলব।

Latest article