সংবাদদাতা, হাওড়া : হাওড়ার ইছাপুর ড্রেনেজ ক্যানেল রোডের ধারে আগুনে পুড়ে যাওয়া ঝুপড়িবাসীদের নতুন ঘর তৈরি করে দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত পরিবারপিছু বিপর্যয় মোকাবিলা দফতরের তরফে ১৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বৃহস্পতিবার পুড়ে-যাওয়া বস্তি পরিদর্শনে এসে এই ঘোষণা করেন পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
আরও পড়ুন-২৭ ডিসেম্বর গঙ্গাসাগর মেলা নিয়ে নবান্নে প্রস্তুতি বৈঠক
সঙ্গে ছিলেন বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি, হাওড়ার মুখ্যপুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী, জেলাশাসক দীপাপপ্রিয়া পি, নগরপাল প্রবীণ ত্রিপাঠী প্রমুখ। দুপুরে ফিরহাদ বস্তি এলাকা ঘুরে দেখেন। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। তাঁদের পাশে থেকে সর্বতোভাবে সাহায্যের আশ্বাস দেন। জানান, ক্ষতিগ্রস্ত পরিবরাগুলিকে দ্রুত রড ও টিনের ছাউনি দেওয়া নতুন ঘর তৈরি করে দেওয়া হবে। এদিনই কাজ শুরু হয়ে গিয়েছে। ১৫ জানুয়ারির মধ্যেই ক্ষতিগ্রস্তরা নতুন ঘর পেয়ে যাবেন। যতদিন না নতুন ঘর হচ্ছে ওঁরা ইছাপুর স্কুলে থাকবেন। প্রশাসনের তরফে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।