Categories: বঙ্গ

৩৫টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের জমির মালিকানা দেবে রাজ্য

অভিরূপ ভট্টাচার্য : রাজ্য সরকার বিভিন্ন জেলার আরও ৩৫টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শর্তসাপেক্ষে জমির মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

কলকাতা, হাওড়া এবং উত্তর ২৪ পরগনার এই উদ্বাস্তু কলোনিগুলিতে শীঘ্রই সমীক্ষার কাজ শুরু হবে৷ রাজ্যের উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শর্ত সাপেক্ষ জমির মালিকানা দেওয়ার কাজ ইতিমধ্যেই বেশ কিছুটা এগিয়েছে। গত দেড় বছরে ২০৯ টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের মধ্যে এক লক্ষ ২৫ হাজার পাট্টা বিলি করা হয়েছে বলে ভূমি দফতর সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-ইস্টবেঙ্গল বিতর্ক : কটাক্ষ দিলীপের, পাল্টা তোপ কুণালের

গত বছর ১১৫ টি উদ্বাস্তু কলোনিকে চিহ্নিত করে সেখানকার বাসিন্দাদের জমির শর্তাধীন মালিকানা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রথম পর্যায়ে ৩৫ টি কলোনির বাসিন্দাদের পাট্টা দেওয়ার প্রক্রিয়া শুরু হচ্ছে। বিস্তারিতভাবে ওই কলোনিগুলোতে সমীক্ষা চালানোর পর প্রত্যেক বাসিন্দাদের জমির প্লট নির্ধারণ করে পাট্টা বিলি করার প্রক্রিয়া শুরু হবে।

স্বাধীনতার পর তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে লক্ষ লক্ষ উদ্বাস্তু এ রাজ্যে আশ্রয় নিয়েছিলেন। দক্ষিণে বারুইপুর থেকে উত্তরে কাঁচরাপাড়া পর্যন্ত রেললাইনের দু’পাড়ে গড়ে উঠেছিল উদ্বাস্তু কলোনি। উদ্বাস্তুদের নাগরিক স্বাচ্ছন্দ্য দিতে আলাদা উদ্বাস্তু পুনর্গঠন দফতরও তৈরি করেছিল পশ্চিমবঙ্গ সরকার। সেই দফতরের কাজ ছিল, সরকারি জমিতে উদ্বাস্তুদের জমির ব্যবস্থা করে রাস্তা, জল, আলোর মতো পরিষেবা পৌঁছে দেওয়া। কিন্তু সরকার সেই সময় উদ্বাস্তুদের হাতে জমির মালিকানা দেয়নি। মূলত ঠিকা প্রজা হিসেবে তাঁরা বসবাস শুরু করেন। পরবর্তী কালে কোথাও কোথাও দীর্ঘমেয়াদি লিজের ব্যবস্থাও করা হয়। নবান্নের কর্তারা জানাচ্ছেন, স্বাধীনতা- উত্তর সময়ে গড়ে ওঠা কলোনিগুলির সেই আগের চেহারা আর নেই। কয়েক দশক পরে দরমার বেড়া, টিন-টালির ছাউনির কলোনি এখন পুরোদস্তুর শহরে পরিণত হয়েছে। কিন্তু কয়েকটি প্রজন্ম এ রাজ্যে কাটানোর পরেও বহু এলাকাতেই জমির মালিকানা পাননি উদ্বাস্তু পরিবারগুলি বা তাঁদের উত্তরসুরিরা।

আরও পড়ুন-সংসদভবনে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে শুভেন্দু, ক্ষুব্ধ বিজেপিই

২০২০ সালের মার্চ মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প ঘোষণা করেছিলেন। তিনি জানিয়েছিলেন, ‘কেন্দ্রীয় সরকার ও বেসরকারি মালিকানাধীন জমিতে এখনও প্রচুর শরণার্থী কলোনি রয়ে গিয়েছে। বহু দিন ধরেই ওই কলোনিগুলির আইনি স্বীকৃতি দিয়ে শরণার্থীদের জমির মালিকানা দেওয়ার জন্য আমরা আবেদন জানাচ্ছি। কিন্তু তাতে কান না দিয়ে উল্টে কলোনির বাসিন্দাদের হাতে উচ্ছেদের নোটিশ ধরানো হচ্ছে।”
এবার মুখ্যমন্ত্রীর নির্দেশে ৩৫টি উদ্বাস্তু কলোনির বাসিন্দাদের শর্তসাপেক্ষে জমির মালিকানা দেওয়া হচ্ছে৷

Jago Bangla

Recent Posts

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

5 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

10 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

10 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

10 hours ago