আবাস যোজনায় ১১ লক্ষ মানুষকে বাড়ি দেবে রাজ্য

লোকসভা নির্বাচন পর্ব মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই আবাস যোজনা প্রকল্পের বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার

Must read

প্রতিবেদন : লোকসভা নির্বাচন পর্ব মিটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি মতোই আবাস যোজনা প্রকল্পের বঞ্চিতদের পাশে দাঁড়াচ্ছে রাজ্য সরকার। আবাস যোজনায় বাংলার ১১ লক্ষ মানুষকে বাড়ি তৈরি করে দেওয়া হবে। এজন্য আগামী মাস থেকেই সমীক্ষার কাজ শুরু হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের আগে দু’টি প্রতিশ্রুতি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমত, ১০০ দিনের কাজের টাকা। দুই, আবাস যোজনার টাকা। এই দুই প্রকল্পই কেন্দ্রের। ফলে, রাজ্য সরকারকে বিপুল পরিমাণ টাকা বাড়তি খরচ করতে হচ্ছে। যদিও তাই করা হবে বলেই চূড়ান্ত হয়েছে। কেন্দ্রীয় সরকারের ভরসা ছেড়ে আপাতত নিজেদের পরিকাঠামো এবং অর্থের ওপরেই ভরসা করে এগোতে চাইছেন মুখ্যমন্ত্রী। পরবর্তীক্ষেত্রে কেন্দ্রের কাছে এই বিষয়টি জানাবে রাজ্য।

আরও পড়ুন-যৌন হেনস্থার অভিযোগে রাজ্যপালের বিরুদ্ধে দায়ের হল জিরো এফআইআর

ইতিমধ্যেই, ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ হেল্পলাইনে হাজার হাজার মানুষ আবাস যোজনার জন্য আবেদন করেছেন। ফলে, সব মিলিয়ে সংখ্যাটা সরকারের লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা রাজ্য সরকারকে দিতে হচ্ছে সেই কাজে বিন্দুমাত্র দুর্নীতি চান না মুখ্যমন্ত্রী। যে কারণে সমীক্ষার কাজে জেলাশাসকদের একবারে তৃণমূল স্তরে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে। এমতাবস্থায় নবান্ন সিদ্ধান্ত নিয়েছে, সমীক্ষা করে একমাত্র যাদের প্রয়োজন তাঁদের হাতেই এই টাকা তুলে দেওয়া হবে। যে কারণে প্রয়োজন সমীক্ষা। আগামী মাস থেকে সেই সমীক্ষার কাজ শুরু হবে। প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে তাঁরা আবাস যোজনার টাকা দ্রুত পাবেন বলে নবান্ন সূত্রে খবর।

Latest article