প্রতিবেদন : ইডির জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। সেই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়ে দিলেন, নির্ধারিত ১৪ জানুয়ারিতেই শুনানি হবে ইডি ও রাজ্য সরকারের দায়ের করা মামলার। এর আগে শুক্রবার কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আইপ্যাক নিয়ে রাজ্য সরকারের আবেদনের শুনানি শুরু হয়। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে দুপুরে সব মামলার শুনানি হওয়ার কথা ছিল। সেই মতো আড়াইটে নাগাদ বিচারপতি এজলাসে আসেন। এজলাস ছিল ভিড়ে ঠাসা। শুনানি শুরু হতেই তুমুল হইচই শুরু হয়। হট্টগোল চরমে উঠলে বিচারপতি অনুরোধ করেন শান্ত হওয়ার জন্য। কিন্তু তাতে কাজ না হওয়ায় তিনি এজলাস ফাঁকা করতে বলেন। কিন্তু তারপরও বিশৃঙ্খলা কমেনি। অগত্যা বিরক্ত বিচারপতি নতুন করে শুনানির দিন ঘোষণা করে এজলাস ছাড়েন।
আরও পড়ুন- ভিডিও করে সিলেবাস শেষের উদ্যোগ সংসদের

