চেন্নাই থেকে জঙ্গি ধরে নিয়ে এল এবার বাংলার এসটিএফ

জানা গিয়েছে, গত ৪ বছর ধরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল আনোয়ারের। কর্মসূত্রে চেন্নাইয়ে একটি লন্ড্রিতে কাজ করত সে।

Must read

প্রতিবেদন : রাজ্যের পুলিশের আরও এক সাফল্য। এবার চেন্নাই থেকে জঙ্গি ধরে আনল বাংলার এসটিএফ। বর্ধমানের মঙ্গলকোটের বাসিন্দা শেখ আনোয়ারকে গ্রেফতার করে এনে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। এর আগে কাঁকসার পানাগড় ও নদিয়া জেলার নবদ্বীপ থানার মায়াপুর মোল্লাপাড়া থেকে জঙ্গিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসটিএফ।

আরও পড়ুন-বাংলা কবিতার বাতিওয়ালা

জানা গিয়েছে, গত ৪ বছর ধরে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ ছিল আনোয়ারের। কর্মসূত্রে চেন্নাইয়ে একটি লন্ড্রিতে কাজ করত সে। কয়েকদিন আগেই কাঁকসার পানাগড় ও নবদ্বীপ থেকে যে দু’জন জঙ্গিকে গ্রেফতার করেছিল এসটিএফ তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে পর চেন্নাইয়ে শেখ আনোয়ারের খোঁজ মেলে। বেঙ্গল এসটিএফের একটি দল শনিবার শেখ আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করে এদের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত তা জানতে চায় এসটিএফ। এই নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর সাথে শেখ আনোয়ার যুক্ত হয়ে কী কাজ করত সেটাও জানার চেষ্টা করছে এসটিএফ। বাংলায় নাশকতামূলক কাজকর্ম বা সে-সংক্রান্ত কোনও গোপন কৌশল গড়ে তোলা এবং জাল বিস্তার করার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি রয়েছে মা-মাটি-মানুষের সরকারের। কাউকে রেয়াত করা হবে না। ভবিষ্যতের দিকে তাকিয়ে কঠোর পদক্ষেপ নিতে চায় প্রশাসন।

Latest article