কিছুদিন আগেই আয়োজিত হয়ে গেল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড ২০২৫ (filmfare awards 2025)। বিনোদন দুনিয়ার স্মরণীয় একটি রাত— হিন্দি সিনেমার উৎকর্ষকে সম্মান জানাতে ফিল্মফেয়ার মঞ্চে এবং দর্শকাসনে ছিল তারকার মেলা। এবারের অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন বলিউডের বাদশাহ শাহরুখ খান সঙ্গে ছিলেন করণ জোহর এবং মণীশ পল। আমেদাবাদের কাঙ্কারিয়া লেকের ‘একে এরিনা’য় অনুষ্ঠিত সেই জমকালো পর্বে সঞ্চালকদের উপস্থিতি, রসিকতা, হাসি-মজা নিয়ে জমে উঠেছিল পরিবেশ।
এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মূল আকর্ষণ ছিল সেরা অভিনেতার পুরস্কার। কারণ এই পুরস্কারটি এবার যৌথভাবে পেয়েছেন অভিষেক বচ্চন ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এবং কার্তিক আরিয়ান ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য। ২৫ বছরের কেরিয়ারে এই প্রথম ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার (filmfare awards 2025) জিতলেন অভিষেক বচ্চন। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘জিগরা’ ছবির জন্য আলিয়া ভাট। আলিয়ার এই জয় ছিল ঐতিহাসিক। কারণ এটি তাঁর কেরিয়ারের ষষ্ঠ সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার সম্মান, যা এখন একটি নতুন রেকর্ড। এর আগে নুতন এবং কাজল পাঁচবার এই পুরস্কার পেয়েছেন।
ইতিহাস গড়ল ‘লাপাতা লেডিজ’। সেরা চলচ্চিত্র হিসেবে ১৩টি পুরস্কার জিতে নিয়েছেন কিরণ রাও-এর ছবি। কোনও হাড্ডাহাড্ডি লড়াই ছিল না। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক-সহ আরও একাধিক গুরুত্বপূর্ণ বিভাগে পুরস্কার জিতেছে এই ছবি। সেরা ছবি হয়েছে ‘লাপাতা লেডিজ’, সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন কিরণ রাও, সেরা সহ-অভিনেতা বিভাগে বিজয়ী হয়েছেন রবি কিষাণ, সেরা সহ-অভিনেত্রী ছায়া কদম, সেরা ডেবিউ অভিনেত্রী নীতাংশী গোয়েল। সেরা চিত্রনাট্য ও সংলাপ স্নেহা দেশাই। সেরা সঙ্গীত অ্যালবাম, ব্যাকগ্রাউন্ড স্কোর ও লিরিক্সের জন্য পুরস্কার পেয়েছেন রাম সম্পথ ও প্রশান্ত পাণ্ডে। সেরা প্লে-ব্যাক সিঙ্গার বিভাগে জয়ী অরিজিৎ সিং। সেরা পোশাক-পরিকল্পনার জন্য পুরস্কার পেয়েছেন দর্শন জালান।
অন্যদিকে, ক্রিটিক্স সেরা অভিনেত্রী বিভাগে পুরস্কার পেয়েছেন এই ছবিরই অন্যতম অভিনেত্রী প্রতিভা রান্তা। ক্রিটিক্স অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম বিভাগে বিজয়ী হয়েছেন ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য সুজিত সরকার। সেরা ডেবিউ পরিচালক হিসেবে সম্মানিত হয়েছেন ‘ম্যাডগাঁও এক্সপ্রেস’ ছবির জন্য কুণাল খেমু এবং ‘আর্টিকেল ৩৭০’-এর জন্য আদিত্য সুহাস জামভালে। সেরা অ্যাকশন বিভাগে পুরস্কার জিতেছে ‘কিল’ ছবির জন্য সিয়ং ওহ ও পরভেজ শাইখ। লাইফ টাইম আচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন জিনাত আমন ও শ্যাম বেনেগাল (মরণোত্তর)। এছাড়াও ছিল আরও পুরস্কার। নাচে-গানে মঞ্চ মাতিয়েছেন এদিন শাহরুখ, কাজল থেকে শুরু অনেক তারকা।
আরও পড়ুন-ইয়েমেনে জেলবন্দি ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার ফাঁসি স্থগিত হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র