২০২১। ১৭ ডিসেম্বর। কোভিডের ধাক্কায় ভারতের প্রতিটি প্রদেশেই রুপোলি দুনিয়া যখন আক্ষরিক অর্থে ধুঁকছে তখন তিনি এসে সদর্পে ঘোষণা করেছিলেন, “পুষ্পা, পুষ্পারাজ, ম্যায় ঝুঁকেগা নেহি…!” মুক্তি পেয়েছিল, ‘পুষ্পা: দ্য রাইজ’। পর্দার আত্মবিশ্বাস সত্যি জীবনে কতটা প্রভাব ফেলেছিল জানা নেই তবে সংলাপটি মুখে মুখে ফিরেছিল ভারতবাসীর। এর মধ্যে যেমন ছিলেন সিনেমার সাধারণ দর্শক তেমনই স্ব স্ব ক্ষেত্রের তারকা থেকে আইডলরা অবধি! একবার না একবার কেউ প্রসঙ্গ পেলেই উচ্চারণ করেছিলেন, এই সংলাপ! এ তো গেল একটি মাত্র সংলাপের কথা, ‘পুষ্পা’ ফের একবার এও প্রমাণ করে দিয়েছিল, বলিউড যদি এখনও সতর্ক না হয়, তবে চলচ্চিত্র ভাবনা, বিষয়, বিস্তার ও ব্যবসায় অতি অচিরেই স্বখাত সলিলে ডুবতে দেখা যাবে তাদের। তবে শুধু ভারতবর্ষ নয়, দেশের বাইরেও তোলপাড় তুলেছিল ছবিটি। করেছিল সাড়ে তিনশো কোটি টাকার বেশি ব্যবসা। এহেন ‘পুষ্পা’ আল্লু অর্জুন (Allu Arjun) এবার বিশেষ সম্মানে সম্মানিত হলেন এবং সে খবর জেনে উচ্ছ্বসিত আল্লু-ভক্তরা। ‘পুষ্পা: দ্য রাইজ’-এ অভিনয়ের জন্য এ বছরের ‘ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২২’ জিতলেন আল্লু।
মোট পাঁচটি বিভাগে এই সম্মাননা দেওয়া হয়েছে, যার মধ্যে আছে, এন্টারটেইনমেন্ট, স্পোর্টস, স্টার্টআপস, সোশ্যাল চেঞ্জ ও ক্লাইমেট ওয়ারিয়র। আল্লু পেয়েছেন ‘এন্টারটেইনমেন্ট’ বিভাগে পুরস্কার। ১২ অক্টোবর দিল্লিতে এই পুরস্কার প্রদান করা হয় এবং আল্লু (Allu Arjun) নিজে উপস্থিত হয়ে এই সম্মাননা গ্রহণ করে জানান, “কুড়ি বছর সিনেমায় কাজ করার সুবাদে দক্ষিণে অনেক পুরস্কার পেলেও এই প্রথম উত্তর ভারত থেকে এমন স্বীকৃতি পেলাম, তাই এই পুরস্কার আমার কাছে বিশেষ হয়ে থাকবে।” একই সঙ্গে ছবির সুপারহিট সংলাপকে পরিমার্জিত রূপ দিয়ে মঞ্চেই বলে দেন, “ভারতীয় সিনেমা, ভারত কভি ঝুঁকেগা নহি!” আল্লুর এই বক্তব্যও আপাতত ভাইরাল। ছবির সংলাপের মতোই জনপ্রিয়তা পেয়েছে এই সংলাপও।
আরও পড়ুন-ভারতীয় জঞ্জাল পার্টি, দুর্নীতি মেখে কুটোপাটি
চন্দনকাঠের চোরাচালান ও তাকে ঘিরে তৈরি হওয়া এক বিরাট সাম্রাজ্যের কথা মুখে মুখে ফিরলেও তা ছিল মিথ-এর মতো। চোখের সামনে পর্দায় সেই কর্মকাণ্ড দেখে মানুষ স্তম্ভিত হয়ে গিয়েছিলেন। রক্তচন্দন কাঠ পাচারের সঙ্গে যুক্ত পুষ্পা রাজ-এর চরিত্রে একা আল্লুই (Allu Arjun) যে দুর্দান্ত অভিনয় করেছিলেন তা নয়, নায়িকা রশ্মিকা মান্দানা সহ ফাহাদ ফাসিল-এর চরিত্রগুলিও প্রভূত জনপ্রিয়তা পেয়েছিল। সঙ্গে ছিল রিয়েল লোকেশনে শ্যুটিং ও অসাধারণ সিনেমাটোগ্রাফি! তবে সব কিছু ছাপিয়ে গিয়েছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা রাজ’ চরিত্রটি। দীর্ঘ অভিনয় জীবনে এতরকম চরিত্র করলেও পুষ্পা চরিত্রটি যে জনপ্রিয়তা দিয়েছে তা আর কোনওটিই দিতে পারেনি। যদিও দক্ষিণী তারকার হিট ছবির তালিকা যথেষ্ট লম্বা। তেলুগু অভিনেতার বাবা প্রযোজক, দাদু কৌতুকাভিনেতা, নিজে আদ্যন্ত ফ্যামিলিম্যান। তবে আকাশছোঁয়া সাফল্য তাঁকে যা বৈভব এনে দিয়েছে তা জানলে অনেক বলিউড অভিনেতারও চোখ কপালে উঠবে! নাম উঠেছিল ‘ফোর্বস ইন্ডিয়া’র তালিকাতেও। এহেন আল্লুকে প্রথম দিকে কিন্তু নায়কসুলভ চেহারা নয় বলে কম খোঁটা শুনতে হয়নি। তবে ‘আর্য’ ছবির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
প্রথম পার্ট ‘পুষ্পা: দ্য রাইজ’ এর এহেন সাফল্যের পর এবার ছবির দ্বিতীয় পার্ট-এর শ্যুটিং শুরু হতে চলেছে। এই মাসেই প্রথম দফার শ্যুটিং আরম্ভ হবে। ছবির সব বিভাগেই আরও অনেক চমক যুক্ত হয়েছে। দ্বিতীয় পর্বে আরও অনেক বেশি শারীরিক কসরত করতে হবে আল্লুকে। তাই বিশেষ প্রশিক্ষণও নিতে হয়েছে অভিনেতাকে। ফাহাদ ফাসিল অভিনীত আইপিএস অফিসার ভানওয়ার সিং শেখাওয়াতের চরিত্রটিকেও করা হয়েছে আরও জোরালো। আল্লুর লুক থেকে লোকেশন সবেতেই থাকবে নতুনত্ব। প্রথমভাগে, পুষ্পা মাথা চাড়া দিয়ে উঠেছিল, দ্বিতীয়ভাগে রাজত্ব করবে সে। ছবির প্রথমিক বাজেট সাড়ে তিনশো কোটি টাকা ধরা হলেও আন্দাজ করা হচ্ছে তা পাঁচশো কোটি ছাড়াতে পারে। মোট দশটি ভাষায় মুক্তি পাবে ‘পুষ্পা: দ্য রুল’।
কথা ছিল, পার্ট টু-এর শ্যুটিং শুরু হবে, জুন মাসে। কিন্তু আচমকাই ছবির শ্যুটিং পিছিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন পরিচালক সুকুমার। তিনি কারণ না জানালেও অনেকেরই ধারণা, কেজিএফটু-এর সাফল্যকে ছাড়িয়ে যেতে স্ক্রিপ্টে কিছু রদবদল করার সিদ্ধান্ত নেন তিনি। এরপর ভক্তদের অপেক্ষা বাড়লেও কোনও আপডেট আসেনি টিমের তরফে। নয়াদিল্লির পুরস্কার বিতরিণী অনুষ্ঠানেই অবশেষে সেই ঘোষণা করলেন আল্লু, জানালেন, “আমরা এই মাসেই শ্যুটিং শুরু করব আশা করছি। আগামী বছর মুক্তি পাবে পুষ্পা: দ্য রুল!” ‘পুষ্পা: দ্য রাইজ’ শেষ হয়েছিল রুদ্ধশ্বাস ভাবে। পুলিশ অফিসার ভ্রমর সিং শিখাওয়াতকে উচিত শিক্ষা দিয়ে তার রক্তেই শ্রীভল্লির(রশ্মিকা) সিঁথি রাঙিয়েছিল পুষ্পা। সন্দেহ নেই শত্রুতা জোরদার হবে এরপর। শেষ অবধি দ্বিতীয় ভাগেও পুষ্পা কি বলতে পারবে, “পুষ্পা ঝুঁকেগা নেহি…” তা দেখার জন্য ক’টা মাস অপেক্ষা করতেই হবে দর্শকদের।