‍‘পুষ্পা ২’-এর মুক্তির কথা ভেবে গতবছরের শেষে ভিকি কৌশলের ‘ছাবা’র মুক্তি তারিখ ফেব্রুয়ারি পর্যন্ত পিছিয়ে দিয়েছিলেন নির্মাতারা। সেই সিদ্ধান্তে যে কোনও ভুল ছিল না তারই প্রমাণ মিলল হাতেনাতে। ‘পুষ্পা ২’ ভেঙেছে সর্বকালীন রেকর্ড। ওই সময় ‘ছাবা’ রিলিজ করলে ভিকির কেরিয়ারে তার কমবেশি প্রভাব পড়তই। কিন্তু সেই পরিস্থিতি এড়িয়ে গিয়ে ভ্যালেন্টাইনস ডে অর্থাৎ আজ মুক্তি পেল ‘ছাবা’ (Chhaava)। আর শুরুতেই বাজিমাত করে ফেললেন ভিকি কৌশল। কারণ অগ্রিম বুকিং-এ ইতিমধ্যেই রেকর্ড গড়ে ফেলেছে
‘ছাবা’ (Chhaava)! ৯ ফেব্রুয়ারি থেকে এই ছবির অগ্রিম বুকিং শুরু হয়েছিল। প্রথমদিনের অগ্রিম বুকিংয়ে ‘ছাবা’ আয় করে ২.৩৫ কোটি টাকা। এখনও পর্যন্ত অর্থাৎ মুক্তি পাবার আগে শুধু অগ্রিম বুকিংয়েই ছবির আয় দাঁড়িয়েছে ৬ কোটি। বোঝাই যাচ্ছে দিন যত এগবে এই লাভের অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে!
ছত্রপতি শম্ভাজি মহারাজের জীবনের ঘটনাবলি নিয়ে তৈরি ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘ছাবা’। কে এই ছত্রপতি শম্ভাজি? ইতিহাসের পাতায় তাঁর কী ভূমিকা? জানতে হলে ঢুকতে হবে ইতিহাসেই।
ছত্রপতি শিবাজির মৃত্যুর পরে মুঘলরা যখন মারাঠা সাম্রাজ্য দখল করতে মরিয়া হয়ে উঠেছিল ঠিক সেইসময় শিবাজির যোগ্য উত্তরসূরি হিসাবে রুখে দাঁড়ান তাঁর জেষ্ঠ্যপুত্র শম্ভাজি মহারাজ, যিনি ইতিহাসে শম্ভুরাজ নামেও পরিচিত। ঔরঙ্গজেবের রক্তচক্ষু উপেক্ষা করে মারাঠা সাম্রাজ্যকে বাঁচাতে শম্ভাজি ঐক্যবদ্ধ করেছিলেন মারাঠাদের। সেই শম্ভাজি মহারাজের জীবনও লড়াইয়ের কাহিনি উঠে আসবে ‘ছাবা’তে (Chhaava)।

শম্ভাজির চরিত্রেই রয়েছেন ভিকি কৌশল। যিনি এক কথায় দুর্ধর্ষ। কিছুদিন আগে এই ছবির ট্রেলারেই তার ঝলক পেয়েছেন দর্শক। আজকে পর্দায় প্রত্যাশার চেয়েও অনেক বেশি পাবেন তাঁরা। কারণ শম্ভাজি চরিত্রটিকে পর্দায় জীবন্ত করে তুলতে কোনও ফাঁক রাখেননি ভিকি। সাত মাস নিয়েছেন প্রস্তুতি। দিনে ৪ থেকে ৫ ঘণ্টা শম্ভাজিকে নিয়ে আলোচনা করেছেন পরিচালকের সঙ্গে। পড়াশুনো করেছেন সময় পেলেই। মনের মধ্যে গেঁথেছেন সেই সময়কালকে। পাশাপাশি ওয়র্ক-আউট করে নিজের ওজন ২৫ কেজি বাড়িয়েছেন। শরীরে প্রতিটা মাংসপেশীকে সুডৌল করেছেন। ঘোড়দৌড় থেকে লাঠি ও তরোয়াল খেলা— সবটা শিখেছেন নিখুঁতভাবে। কানে ফুটো পর্যন্ত করান তিনি। এই চরিত্রটিতে অভিনয় প্রসঙ্গে সংবাদমাধ্যমকে ভিকি বলেন, ‘‘মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজি মহারাজ, ছত্রপতি শম্ভাজি মহারাজকে ঈশ্বরের তুল্য মানা হয়। তাই প্রথমে এই ছবির প্রস্তাব পেয়ে খানিক ভয়ই পেয়েছিলাম, তবে কাজটা যখন শুরু করেছি নিজের সবটুকু দিয়েছি। এই ছবির সেট তৈরি করা হয়েছিল অবিকল সেই সময়ের প্রাসাদের মতো। দেওয়ালের কারুকার্য থেকে খুঁটিনাটি, টুকিটাকি জিনিস কিচ্ছু বাদ যায়নি। যখন সেটে শম্ভাজি মহারাজ সেজে ওই সিংহাসনে বসতাম, আবেগে কেঁদে ফেলতাম। একটি অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমাদের এই ছবিটা করতে গিয়ে ১৬৮১ সালের ১৬ জানুয়ারি ছত্রপতি শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেক হয়েছিল। ৩৫০ বছর পর ২০২৪-এর ১৬ জানুয়ারির দিনেই ‘ছাবা’তে শিডিউল পড়েছিল শম্ভাজি মহারাজের রাজ্যাভিষেকের! তখন আমার মনে হয়েছিল, উনি উপর থেকে আমাদের আশীর্বাদ করছেন।”
পরিচালক লক্ষণ উতেকরের ড্রিম প্রজেক্ট এটি। এই ছবিটা তৈরির আগে পরিচালক এবং তাঁর গোটা টিম প্রায় এক বছরেরও বেশি সময় ধরে রিসার্চ করেছেন। ১৭ শতকের মারাঠা সাম্রাজ্যের সময়কালকে অনুভব করতে বিভিন্ন ঐতিহাসিক শহরে ঘুরেছেন। অনেকটা সময় নিয়ে তৈরি করেছেন ছবিটি। আজকে রাজকীয় ভাবেই যার সূচনা হল। কিন্তু কেন এমন একটা চরিত্র বেছে নিলেন তিনি ছবির জন্য এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘ছত্রপতি শিবাজিকে জানেন না এমন কেউ নেই কিন্তু তার পুত্র শম্ভাজির কথা চর্চিত নয়। অথচ মারাঠা ইতিহাসে তাঁর অবদান কিছু কম নয়। এক মহান, সাহসী, বীর যোদ্ধা ছিলেন শম্ভাজি। মাতৃভূমির তথা সমগ্র মারাঠা জাতির জন্য তার অবদান অপরিসীম। তাই আমার মনে হয়েছিল শম্ভাজি সম্পর্কেও সবার জানা দরকার।’

আরও পড়ুন- অশান্তির মাঝে মুখ্যমন্ত্রী খুঁজতে ব্যর্থ বিজেপি! মণিপুরে জারি রাষ্ট্রপতি শাসন

ছবিতে ছত্রপতি শম্ভাজির পত্নী ইয়েসুবাঈ ভোসলের চরিত্রে অভিনয় করেছেন রশ্মিকা মন্দানা এবং ঔরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। এছাড়া রয়েছেন আশুতোষ রানা, দিব্যা দত্তা, নীল ভূপালম, সন্তোষ জুভেকর, প্রদীপ রাওয়াত প্রমুখ অভিনেতা। ছবির প্রযোজক দীনেশ ভিজান। গল্প লিখেছেন, ঋষি ভার্মানি এবং লক্ষ্মণ উতেকর। ছবির সুরকার এ আর রহমান, গীতিকার ইরশাদ কামিল। গান গেয়েছেন অরিজিৎ সিং, এ আর রহমান এবং বৈশালী সামন্ত। ক্যামেরায় সৌরভ গোস্বামী এবং সম্পাদনায় মণীশ প্রধান। ছত্রপতি শম্ভাজির নেতৃত্ব ঐক্যবদ্ধ মারাঠাদের ‘জয় ভবানী’ হুঙ্কার, মুঘল মারাঠা সংগ্রামের রক্ত গরম করা এক অধ্যায়ের আজ সাক্ষী হবেন দর্শক। উপভোগ করবে ভিকি কৌশল এবং রশ্মিকা মন্দানার রসায়ন। ভ্যালেন্টাইন ডে-র দিন মাতৃভূমির প্রতি প্রেমের এক অনন্য নিদর্শন দেখবে ভারত-সহ গোটা বিশ্ব।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago