আগ্রা, ৩ নভেম্বর : ঘরের মেয়ে বিশ্বকাপের সেরা ক্রিকেটারের সম্মান পেয়েছে। উৎসবে মেতে উঠেছে তাজমহলের শহর আগ্রা। তিনি দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপ ফাইনালে লড়াকু হাফ সেঞ্চুরির পর, বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিও (২২টি) তিনি। এছাড়া ব্যাট হাতে করেছেন মোট ২১৫ রান। আগ্রার শাস্ত্রীপুরম অঞ্চলে বাড়ি দীপ্তির (Deepti Sharma)। বাবা ভগবান শর্মা ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত কর্মচারী। মা সুশীলা শর্মা ছিলেন শিক্ষিকা। রবিবার রাত থেকেই গোটা পাড়ায় উৎসবের আমেজ। ঘরের মেয়ের সাফল্যে গর্বিত প্রতিবেশীদের মিষ্টির প্যাকেট নিয়ে আনাগোনা চলছেই। প্রত্যেকের মুখে একটাই কথা– আগ্রা কি বেটি নে কামাল কর দিয়া। আবেগে ভাসছেন দীপ্তির মা-বাবাও। রবিবার রাতে সবাই মিলে টিভির পর্দায় মেয়ের বিশ্বজয়ের মুহূর্তের সাক্ষী ছিলেন। সুশীলা দেবী বলছেন, টিম ইন্ডিয়ার প্রত্যেকেই আমার মেয়ে। ওরা আমার মুখ উজ্জ্বল করেছে। আমি ও দীপ্তি (উৎসবে মেতে উঠেছে তাজমহলের শহর আগ্রা। তিনি দীপ্তি শর্মা (Deepti Sharma)। বিশ্বকাপ ফাইনালে লড়াকু হাফ সেঞ্চুরির পর,) ঈশ্বরের যত সেবা করেছি, তা আজ সফল হয়েছে। দীপ্তির বাবা আবার বলছেন, আমি মেয়ের জন্য গর্বিত। ও শুধু আমাদের নয়, গোটা দেশের মুখ উজ্জ্বল করেছে। যাঁকে নিয়ে এত মাতামাতি, সেই দীপ্তি বলছেন, আশা করি, আমরা আরও বেশি করে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাব। আমাদের এই জয় যেন ভারতীয় মহিলা ক্রিকেটের জন্যনতুন পথ খুলে দেয়।
আরও পড়ুন-ভারতীয় ক্রিকেটকে এগিয়ে দেবে এই জয়, মুহূর্ত উপভোগ করো, বললেন কোচ অমল

