দেবারা পার্ট ১

আজ বিশ্ব জুড়ে মুক্তি পাচ্ছে পরিচালক কোরাতালা শিবার অ্যাকশন ড্রামা ‘দেবারা’ পার্ট ১। এই প্রথম কোনও ছবি মুক্তির আগেই ভাঙল রেকর্ড। শুধু অগ্রিম টিকিট বুকিংয়েই পেরিয়ে গেল ৫০ কোটির গন্ডি। ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন জুনিয়র এনটিআর এবং সইফ আলি খান, সেই সঙ্গে তেলুগু ছবিতে অভিষেক হল অভিনেত্রী জাহ্নবী কাপুরের। লিখছেন শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী

Must read

২০২২-এ বক্স অফিস কাঁপিয়ে ছিল জুনিয়র এনটিআর-এর সর্বশেষ মুক্তি পাওয়া ছবি ‘আর আর আর’। পরিচালক এস এস রাজা মৌলির এই ছবির সেই বিখ্যাত গান নাটু নাটু-র জন্য সঙ্গীত পরিচালক কিরবাণীর এই গানটি সেরা মৌলিক গান বিভাগে পেয়েছিল অস্কার সম্মান। এনটিআর এবং রামচরণ অভিনীত এই ছবি গড়েছিল ইতিহাস। ‘আর আর আর’ হয়েছিল সুপারহিট, ভেঙে ছিল রেকর্ড। জুনিয়র এনটিআর-এর পরের ছবিটাই ‘দেবারা’ পার্ট ১ (Devara: Part 1)। স্বাভাবিক কারণে এই ছবির জন্যও তাঁর ভক্তকুল অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। এনটিআর ম্যাজিকে ‘দেবারা’ পার্ট ১ সুপারহিট হবে এমনটাই মনে করছেন সবাই। কিছুদিন আগেই লঞ্চ হয়েছিল ছবির ট্রেলার। ২ মিনিট ৩৯ সেকেন্ডের সেই ট্রেলার দেখলেই রক্ত যেন গরম হয়ে ওঠে। এক ভয়াল সমুদ্র। যার নীলচে কালো জলরাশি রং বদলায়, রক্তে লাল হয়ে ওঠে। সেখানেই রচিত হয় ষড়যন্ত্রের ইতিহাস। এক ভয়াল ভয়ঙ্কর প্রতিশোধের কাহিনি যেখানে মুখোমুখি হবে দেবারা আর ভৈরা। ভৈরা ডাকাত সর্দার। হত্যা মারামারি যাদের নিত্যনৈমিত্তিক কাজ। ভয়ের কোনও স্থানই নেই সেখানে, আর নেই ঈশ্বরের জায়গাও। কিন্তু দেবারা হাজির হতেই বদলে যায় সব হিসেবনিকেশ। ভয় শব্দটা কী তারা চিনতে শুরু করে বদল আসে তাদের। এই ভৈরা সম্পর্কে দেবারার ভাই। কিন্তু ভাই তো কী! দেবারাকে পরাস্ত করার সব রকম চেষ্টা করে ভৈরা।

১৯৮০, ১৯৯০-এর দশকের পটভূমিকায় তৈরি হয়েছে ‘দেবারা’ পার্ট ১ (Devara: Part 1)। এক মহাকাব্যিক প্রেক্ষাপট। যার সিনেমাটোগ্রাফি, সুপার স্পেশ্যাল এফেক্ট, সেপিয়া টোনের আবহ দেখে বেশ চমক লাগবে। ভারতবর্ষের বহু পুরনো, হারিয়ে যাওয়া সমুদ্রতটবর্তী এক জনজাতির নেতা দেবারা। সে এই গল্পের রূপকথার নায়ক। ভীষণ দুঃসাহসী। সেই এলাকাটা ভৈরার। দেবারা আর ভৈরা বৈরিতা অশুভের ওপর শুভের জয় এই ছবির মূল উপজীব্য। সেই গ্রামেরই মিষ্টি মেয়ে থাঙ্গাম— এই চরিত্রে অভিনয় করেছেন জাহ্নবী কাপুর। দেবারার ভালবাসা সে। দেবারার চরিত্রে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর। এনটিআর-কে এই ছবিতে দেখতে পাওয়া যাবে পিতা এবং পুত্রের দ্বৈত ভূমিকায়। নিজের গোষ্ঠীর মানুষদের জীবন বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে ভয়াল সমুদ্র অভিযানে বেরয় দেবারা। সে তখনও জানত না যে তারই ভাই ভৈরব ওর বিরুদ্ধে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে শামিল। এরপর আসে একের পর এক ঘটনার ঘনঘটা। এদিকে, দেবারার পুত্র বরদা ঠিক তার বিপরীত সে শান্ত এবং একটু ভিতু প্রকৃতির। একটা সময় বরদার কাঁধেই দেবারা সঁপে দেয় উওরাধিকার। শেষ পর্যন্ত কী হয় সেটাই দেখার।

আরও পড়ুন- পয়সার জন্য কোর্টে চলে যান! বিকাশকে তুলোধনা মুখ্যমন্ত্রীর

আজ মুক্তি দক্ষিণী ছবি ‘দেবারা’ পার্ট ১-এর (Devara: Part 1)। কিন্তু মুক্তির আগে ইতিমধ্যেই বড়সড় রেকর্ড করে ফেলেছে এই ছবি। জুনিয়র এনটিরামা রাও এবং জাহ্নবী কাপুর অভিনীত এই অ্যাকশন ড্রামা ‘দেবারা’ পার্ট ১-এর অগ্রিম টিকিট বিক্রি প্রভাসের ‘কল্কি’ ও ‘সালার’-কেও পেছনে ফেলে দিয়েছে। ছবি মুক্তির আগেই সব রেকর্ড ভেঙে দিয়েছে ‘দেবারা’। একটা পোর্টালের তথ্য অনুযায়ী ৬০ কোটির গন্ডি ছাড়িয়ে গেছে অগ্রিম বুকিংয়েই। শুধু ভারতে অগ্রিম টিকিট বুকিং পেরিয়েছে প্রায় ৪২.৮৬ কোটি। তেলুগু টুডি ভার্সনের অগ্রিম টিকিট বিক্রি হয়েছে ১০ লক্ষ আর হিন্দি টুডি ভার্সনের অগ্রিম টিকিট বুকিং হয়েছে প্রায় ৪০ হাজার। এত দ্রুত এই পরিমাণ টিকিট বিক্রির জন্য প্রথম ভারতীয় ছবি হিসেবে রেকর্ড গড়েছে ‘দেবারা’ পার্ট ১।
বিগ বাজেটের এই ছবির ওটিটি স্বত্ব কিনেছে নেটফ্লিক্স। প্রায় ১৫৫ কোটি টাকা দিয়ে স্বত্বটি কিনেছে তারা। ছবির নির্মাতা যুবসুধা আর্টস ও এনটিআর আর্টস-এর ব্যানারে সুধার মিককিলিনেনী, কোসারাজু হরিকৃষ্ণ, নন্দমুরি কল্যাণ রাম। পরিচালক এবং চিত্রনাট্য, সংলাপ কোরাতালা শিবা। ছবির সঙ্গীতকার অনিরুদ্ধ রবিচন্দর। ছবির ক্যামেরা করেছেন আর রত্নাবেলু। ‘দেবারা’ ছবিটির মাধ্যমেই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হচ্ছে জাহ্নবী কাপুরের। এ ছাড়াও এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা সইফ আলি খান। সইফ এখানে নেগেটিভ রোলে রয়েছেন। তাঁর চরিত্রটিকে মনে রাখবেন অনেকেই। এ-ছাড়া ছবির অন্যন্য চরিত্রে রয়েছেন শ্রতি মারাঠে, প্রকাশরাজ শ্রীকান্ত, শাইন টম চাকো, কালাইয়ারসন, অভিমন্যু সিং প্রমুখ।
‘জনতা গ্যারেজ’ ছবির পর প্রায় যুগ-পার করে জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআরকে নিয়ে নতুন সিনেমা তৈরি করলেন পরিচালক কোরাতালা শিবা। ৩০০ কোটি টাকার বাজেটে নির্মিত এই চলচ্চিত্রটির প্রথমে মুক্তি পাবার কথা ছিল এই বছরের এপ্রিল মাসে তারপর তা পিছিয়ে অক্টোবর মাসে করা হয়েছিল আবার সেটা এগিয়ে এনে ২৭ সেপ্টেম্বর করা হয়। সেইমতোই আজ বড়পর্দায় মুক্তি পাচ্ছে এই ছবি।
মূলত তেলুগু অ্যাকশন ড্রামা ‘দেবারা’ পার্ট ১। তেলুগু ছাড়াও মালয়লম, তামিল, কন্নড় আর হিন্দি— এই পাঁচটি ভাষায় সারাভারতে মুক্তি পাচ্ছে ছবিটি। গল্পটা একটা মহাকাব্যিক রূপকথা। যেখানে নায়ক আছে, খলনায়ক আছে, ভয় আছে, প্রেম আছে। সবমিলিয়ে বেশ জমজমাট অ্যাকশন প্যাক ছবি।

Latest article