নজরুলের জয় বাংলা

Must read

প্রতিবেদন : ‘জয় বাংলা’ (Joy Bangla Slogan) শব্দটি কবি নজরুল ইসলামের কবিতা থেকে নেওয়া। কারও কাছ থেকে ধার করে আমরা জয় বাংলা স্লোগান (Joy Bangla Slogan) দিই না। সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের নিয়মমাফিক আনুষ্ঠানিকতা শেষে সাংবাদিকদের সঙ্গে একান্ত আলাপচারিতায় ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই জয় বাংলা স্লোগানের প্রসঙ্গ ওঠায় তার ব্যাখ্যা করেন মুখ্যমন্ত্রী। এদিন বিধানসভার অধিবেশন কক্ষেও রাজ্যপালের ভাষণের পর তৃণমূল বিধায়করা জয় বাংলা স্লোগানে মুখরিত হন।

আরও পড়ুন- বোসের ভাষণে কন্যাশ্রী-লক্ষ্মীর ভাণ্ডারের প্রশংসা, সঙ্গে কেন্দ্রের বঞ্চনার কথাও

Latest article