প্রতিবেদন : উৎসব শেষেও উৎসবের কার্নিভালে (Puja Carnival 2024) মাতোয়ারা শহর কলকাতা। ঢাকের তালে রংবেরঙের সাজে নাচে-গানে আর ঝলমলে শোভাযাত্রায় জমজমাট কার্নিভাল চলছে রেড রোডে। সকাল থেকে শেষ মুহূর্তের তোড়জোড়ের পর বিকেল গড়াতেই রেড রোডে শুরু হল পুজোর কার্নিভাল (Puja Carnival 2024)। দুপুরের দিকে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শহরে বেশ কিছু জায়গায় আকাশ ভেঙে বৃষ্টি নামলেও রেড রোড কিংবা ধর্মতলা চত্বরে বৃষ্টির কোনও দেখা মেলেনি। দুপুরের দিকে একবার শেষ মুহূর্তের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে রেড রোডে হাজির হন পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এরপর বিকেল ৪টের দিকে কার্নিভালের মঞ্চে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাঁসদা, সাংসদ সায়নী ঘোষ, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায়, বিধায়ক সোহম চক্রবর্তী, স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব মনোজ পন্থ, প্রাক্তন সাংসদ নুসরত জাহান-সহ আরও অনেকে। মঞ্চে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিজেই ঘুরে ঘুরে কথা বলেন মুখ্যমন্ত্রী। তার কিছুক্ষণ পরই শুরু হয় মূল কার্নিভালের অনুষ্ঠান। উত্তর ও দক্ষিণ কলকাতার পাশাপাশি শহরতলির একের পর এক সেরা পুজো কমিটিগুলি তাদের প্রতিমা নিয়ে শোভাযাত্রা শুরু করে। নাচে-গানে মেতে ওঠে গোটা রেড রোড। শ্রীভূমি স্পোর্টিং, বাদামতলা আষাঢ় সংঘ, দমদম পার্ক তরুণ দল, আহিরীটলা সর্বজনীন, চালতাবাগান সর্বজনীন, হাতিবাগান সর্বজনীন, নলিন সরকার স্ট্রিট-সহ শহর ও শহরতলির মোট ৮৯টি পুজো কমিটি এবারের কার্নিভালে অংশগ্রহণ করেছে। বেশ কয়েকটি পুজো কমিটি তাদের প্রতিমার শোভাযাত্রার সময় নৃত্য পরিবেশনের জন্য বেছে নিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ও সুর করা গানের অ্যালবাম ‘অঞ্জলি’-র গান। মুখ্যমন্ত্রীর সামনেই সেই গানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। সেইসময় টলিপাড়ার একগুচ্ছ পরিচিত মুখকে সঙ্গে নিয়ে রেড রোডের মূল মঞ্চে দাঁড়িয়ে গানের তালে-তালে হাততালি দিয়ে ওঠেন মুখ্যমন্ত্রী। শ্রীভূমি স্পোর্টিংয়ের হয়ে নৃত্য পরিবেশন করেন বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। প্রতিবারের মতো এবারের কার্নিভালেও শহরের সেরা প্রতিমাগুলিকে একঝলকে দেখে নিতে উপচে পড়েছে সাধারণ মানুষের ভিড়। দেশ-বিদেশের প্রচুর অতিথি বাংলার উৎসবের স্বাদ নিতে দলে-দলে হাজির হয়েছেন রেড রোডে। ছিলেন রামকৃষ্ণ মিশন, বেলুড় মঠের সন্ন্যাসীরাও।
আরও পড়ুন- মিশন লুপেক্স: চাঁদে মানুষ পাঠিয়ে ইতিহাস গড়বে ইসরো! সঙ্গে থাকছে জাপান