বিনোদন

ধন্যি মেয়েদের উপাখ্যান

বুগ্গিউগ্গির কথা মনে আছে? সোনি এন্টারটেইনমেন্টের টেলিভিশনের (SET) প্রযোজনায় ভারতের প্রথম রিয়্যালিটি শো ছিল এটি। ১৯৯৬-তে ডান্স বেসড এই রিয়্যালিটি শো খুব জনপ্রিয় হয় এবং সেই সঙ্গে সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশন চ্যানেলও সুপারহিট হয়ে যায়। তারপর থেকে রিয়্যালিটি শোও বেড়েছে আর বেড়েছে এর পপুলারিটি। একটা সিজন শেষ হতে না হতে নতুন সিজন, নতুন প্রতিযোগিতা, নতুন ধামাকা। শুধু হিন্দি নয় এখনও বাংলাতেও হচ্ছে দারুণ দারুণ সব রিয়্যালিটি শো (Reality Show)। তবে এত শো-এর ভিড়ে জনপ্রিয় এবং দীর্ঘমেয়াদি কোনও শো-এর কথা বললে এক মুহূর্ত না ভেবে যে নামটা মনে আসে সেটা হল ‘দিদি নম্বর ১’। সঞ্চালক রচনা বন্দ্যোপাধ্যায়। যার প্রবল জনপ্রিয়তার কাছে অন্য কেউ হালে পানি পায়নি। রচনা আর ‘দিদি নম্বর ১’ যেন সমার্থক। এই রিয়্যালিটি শোয়ের সঞ্চালক রচনা পৌঁছে গেছেন এই বাংলার ঘরে ঘরে। পাশাপাশি ‘সারেগামাপা’র মিউজিক্যাল জার্নি বা ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ দর্শকদের ভরপুর আনন্দের রসদ জুগিয়েছে। আবার দেবশঙ্কর হালদারের সঞ্চালনায় ‘আপনি কী বলেন’ এক অন্য ধরনের নন ফিকশন শো যার মাধ্যমে অনেক না বলা কথা বলতে পেরেছে মানুষ। এখানেই শেষ নয়। আরও অনেক ধরনের রিয়্যালিটি শো যা সময় সময় দর্শকদের অতি জনপ্রিয় হয়ে উঠেছে। এবার সেই সব শো-এর ভিড়ে আলাদা করে নিজেকে চিনিয়ে দিতে আসছে নতুন এক রিয়্যালিটি শো। যার নাম ‘মাই স্টার্ট আপ শো : ধন্যি মেয়ের উপাখ্যান’। গুঞ্জন শোনা যাচ্ছে দর্শকদের প্রিয় ‘দিদি নম্বর ১’-কে টেক্কা দিতে আসছে এই শো। আসলে না কী খেলাটা হবে দিদি রচনা এবং দাদা পরমব্রতর মধ্যে। কারণ এই শো-এর সঞ্চালনায় থাকছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। শুধু ‘দিদি নম্বর ১’ নয় সব রিয়্যালিটি শো-এর দিকে চ্যালেঞ্জ ছুঁড়বে এই নতুন শো। এতে পরমব্রত সঙ্গে সহ-সঞ্চালনায় থাকবেন ছোটপর্দার পরিচিত মুখ অভিনেত্রী সৃজলা গুহ।

অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের আলাদা করে পরিচয়ের দরকার পড়ে না। দীর্ঘ সময় ধরে বড়পর্দায় দর্শক মন জয় করেছেন তিনি। একাধিক হিট চর্চিত সিনেমা, সিরিজে অভিনয় করেছেন। এরপর আবার ছোটপর্দায় ফিরছেন পরম এই রিয়্যালিটি শো-এর (Reality Show) মাধ্যমে। আর সৃজলা হলেন দশর্কের অতি কাছের ‘পিহু’। ‘স্টার জলসা’, ‘মন ফাগুন’ ধারাবাহিকটি জনপ্রিয় হবার পর থেকে দর্শক তাকে এই নামেই চেনেন। আপকামিং এই রিয়্যালিটি শো-এর সঞ্চালক হিসেবে পরমব্রত যে সেরা বাছাই এতে কোনও সন্দেহ নেই।

আরও পড়ুন: সংগীত জগতের ‘আপ্পাজি’ বিদূষী গিরিজা দেবী

কেন এত চর্চা এই শো নিয়ে? আসলে নতুন কোনও কনসেপ্ট নয়, জনপ্রিয় হিন্দি বিজনেস রিয়্যালিটি শো ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র আদলে তৈরি হচ্ছে এই নতুন রিয়্যালিটি শো ‘মাই স্টার্ট আপ শো : ধন্যি মেয়ের উপাখ্যান’। ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’র মতো হলেও এক অভিনব ভাবনা রয়েছে এই শো-এর। এতে অংশগ্রহণকারীরা হলেন এই বাংলার মেয়েরা। এ রাজ্যের বিভিন্ন জেলার নতুন মহিলা উদ্যোক্তা বা উদ্যোগপতিদের এক অনবদ্য সুযোগ হবে এই শো বলেই মনে করছেন সকলে। মহিলাদের জন্য শো অথচ কোনও মহিলা থাকবেন না সঞ্চালনায় সেটা কি হয়? তাই থাকবেন সৃজলা গুহ।

কী এই ‘শার্ক ট্যাঙ্ক’? শার্ক ট্যাঙ্ক বিজনেস রিয়্যালিটি শো-এর প্রথম উৎপত্তি কিন্তু আমেরিকাতে। ২০০৯ সালে ৯ অগাস্ট এর পথচলা শুরু। তখন এই সিরিজটি এতটা জনপ্রিয় হয় যে চারবার জিতে নেয় প্রাইম টাইম এমি অ্যাওয়ার্ড। লাখ লাখ দর্শকের মন জিতে নেওয়া এই শো-এর আদলেই ২০২১ সালে ডিসেম্বরে ভারতে শুরু হয় ‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’। সোনি টিভির এই বিজনেস রিয়্যালিটি শো সিজন ১-এই শোরগোল ফেলে দেয়। বেশ এক্সপেরিমেন্টাল শো যা দুটো সিজন গড়াতে না গড়াতেই মানুষের মন জয় করে নিয়েছে। মূলত এই রিয়্যালিটি প্রোগ্রামের বিচারক হন বড় উদ্যোগপতি, ব্যবসায়ী বা ইনভেস্টররা। যাঁরা নতুন ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক। আর অংশগ্রহণকারীরা হন উঠতি ব্যবসায়ী বা উদ্যোগপতি যারা ব্যবসা বাড়াতে চান বা নতুন কোনও ব্যবসা শুরু করতে চান। যাঁদের প্রয়োজন পুঁজির।
গতে বাঁধা সেই একধরনের রিয়্যালিটি
শো-এর (Reality Show) ভিড়ে এই শো ছিল একেবারেই আলাদা। অরিজিনাল ‘শার্ক ট্যাঙ্ক’-এর নিয়ম মতোই এখানেও বিচারক বা শার্ক হিসেবে উপস্থিত থাকেন দেশের প্রতিষ্ঠিত সফল স্টার্ট-আপ সংস্থার হেড তথা বাণিজ্য জগতের নামজাদা ব্যক্তিত্বরা। এখানে নতুন উদ্যোক্তারা নিজস্ব ব্যবসায় বিনিয়োগের জন্য শার্কদের দৃষ্টি আকর্ষণ করেন। এই একই কনসেপ্ট নিয়েই পরমব্রতর সঞ্চালনায় বাংলাতেও আসছে ‘মাই স্টার্ট আপ শো : ধন্যি মেয়ের উপাখ্যান’। উদ্দেশ্য দর্শকদের অন্য ধরনের কিছু উপহার দেওয়া।

শুধু তফাত হল বাংলার এই রিয়্যালিটি শো হবে মহিলাদের নিয়ে। এটা নিঃসন্দেহেই এক অভিনব এবং প্রশংসনীয় উদ্যোগ। বাংলার বিভিন্ন জেলার নতুন মহিলা উদ্যোগপতি যাঁরা নিজেদের ব্যবসার পরিধি বাড়াতে চান কিংবা নতুন ব্যবসার পরিকল্পনা করছেন, নতুন কিছু শুরু করতে চাইছেন,অথচ পুঁজির অভাবে করে উঠতে পারছেন না— তাঁদের জন্য বড় প্ল্যাটফর্ম হতে চলেছে এই শো। এরও বিচারক হিসাবে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের সফল ব্যবসায়ীরা। প্রতিযোগীরা তাঁদের পরিকল্পনা বিচারকদের সামনে নিয়ে আসবেন। যাঁদের ভাবনা তাঁদের পছন্দ হবে তাঁরাই পাবেন বিনিয়োগের জন্য টাকা। এমন একটা ইন্টারেস্টিং শো যা অন্য রিয়্যালিটি শো-এর সঙ্গে দর্শক টানার হাড্ডাহাড্ডি লড়াইতে নামবে। বিশেষ করে জোরদার টক্কর দেবে ‘দিদি নম্বর ১’। এই শো সবাইকে মাত দেবে— এমনটাই মনে করছে দর্শকমহল। যদিও পুরো তথ্য এখনই সামনে আনছেন না শো-এর কর্তৃপক্ষ। ক্রমশ প্রকাশ্যে আসবে সবটা। যাতে টেলিকাস্ট থেকেই ভাল রেসপন্স আসে তাই গুছিয়ে তোড়জোড় সারছেন একটি চ্যানেল যার নাম ঘোষণা হয়নি। তবে জি বাংলার সঙ্গে বেশ প্রতিদ্বন্দ্বিতা রয়েছে চ্যানেলের বোঝাই যাচ্ছে। সবচেয়ে বড় বিষয় হল এই— তাঁদের এই বিজনেস রিয়্যালিটি শো নিছকই বিনোদনের জন্য বা শুধুমাত্র পুরস্কার জেতার জন্য সম্প্রচারিত হবে না। এর মাধ্যমে উপকৃত হবেন এমন নারীরা যাঁরা জীবনে কিছু করে দেখাতে চান। এই শো-এর মাধ্যমে বাংলার মেয়েরা পাবে নতুন পথের দিশা। ইতিমধ্যেই নাকি প্রোমো শ্যুট হয়ে গিয়েছে। হয়েছে সেলিব্রেশনও।
‘শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া’ যাঁরা দেখেন, তারা স্টার্ট আপের ভাবনা নিয়ে তৈরি এই শো দারুণ উপভোগ করেন। বাংলায় ওই একই ধরনের শো দর্শকদেরও নতুন স্বপ্ন দেখতে সাহায্য করবে। বিশেষ করে মহিলাদের মন জয় করে নেবে এবং নতুন অনুপ্রেরণা জোগাবে বলেই মনে হয়।

Jago Bangla

Recent Posts

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

11 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

8 hours ago