Featured

ভেসে ভেসে অন্য দেশে

থাইল্যান্ড (Thailand)
থাইল্যান্ডের (Thailand) ঐতিহাসিক নাম শ্যামদেশ। এটা একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় রাষ্ট্র যা যুদ্ধকালীন সময় ছাড়া কখনও কোনও ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। এই দেশের মধ্যভাগে রয়েছে বিস্তীর্ণ ঊর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রায়া এবং এর শাখানদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে। বহুদিন ধরেই এই দেশের পর্যটন কেন্দ্রগুলো পৃথিবীর নানা প্রান্তের মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। সব শ্রেণির মানুষ এই দেশে (Thailand) বেড়াতে পারেন। কারণ দেশটিতে যেমন রয়েছে উচ্চ ব্যয়ে বিলাসবহুল ভ্রমণের ব্যবস্থা, তেমনই রয়েছে কম ব্যয়ে ভ্রমণেরও আকর্ষণীয় প্যাকেজ। থাইল্যান্ডে (Thailand) কম খরচে ভ্রমণের জন্য বিখ্যাত একটি জায়গা হল দেশটির পূর্বাঞ্চলের চান্থাবুরি। এখানে ছুটি কাটাতে হলে ভারতীয় মুদ্রায় প্রায় চার হাজার টাকার মধ্যেই বাসযোগ্য হোটেল পাওয়া যায়। ছোট্ট শহরটি ব্যাংকক থেকে ২৩০ কিলোমিটার দূরে। এ ছাড়া রয়েছে কোহ তাও, কোহ কুড, কোহ মাক ও পুখেট-এর কামালা বিচ। পাতায়া সমুদ্র সৈকত অন্যতম আকর্ষণীয় স্থান। বহু মানুষ ছুটি কাটানোর জন্য যান। দেশের রাজধানী শহর ব্যাংকক। পর্যটকদের অত্যন্ত পছন্দের জায়গা। এই শহরটি তুলনায় কস্টলি। তবে এখানকার ওষুধপত্রের দাম খুব কম। অবশ্যই দেখতে হবে বৌদ্ধ মন্দির এবং ভাসমান বাজার।

ইন্দোনেশিয়া (Indonesia)
ইন্দোনেশিয়া দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র। ল্যাটিন ইন্ডাস থেকে এসেছে ইন্দোনেশিয়া শব্দটি। অর্থ দাঁড়ায় দ্বীপ। ইন্দোনেশিয়া ভ্রমণপিপাসুদের জন্য অত্যন্ত আকর্ষণীয় একটি দেশ। দেশটিতে সাগরের তীরবর্তী বিভিন্ন হোটেলে থাকা যায় ভারতীয় মুদ্রায় প্রতিদিন প্রায় সাড়ে আট হাজার টাকা খরচ করে। তবে একটু খোঁজখবর করলেই পাওয়া যায় এর অর্ধেক খরচের হোটেল। সেই ক্ষেত্রে একটু ভেতরের দিকে থাকতে হবে। এছাড়া ভ্রমণের তালিকায় রাখা যায় বানউওয়াঙ্গি ও ব্যাংকা। সেখানে রয়েছে সাড়ে তিন হাজার টাকার মধ্যেই ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট হোটেল। দেখা যায় সমুদ্রের সৌন্দর্যও। একটু বেশি খরচ করে রাজা অ্যামপাত দ্বীপে গেলে ইন্দোনেশিয়া ভ্রমণের খরচ উসুল হয়ে যাবে। এই নিয়ে কোনও দ্বিধা নেই। দেশের বড় শহর জাকার্তা। শহরটি জনবহুল। আছে বেশকিছু দেখার মতো জায়গা।

ফিলিপাইন (Philippines)
ফিলিপাইন ৭,১০৭টি দ্বীপ নিয়ে গঠিত একটি রাষ্ট্র। একসময় ছিল আদিবাসী শাসন। এই দেশে আছে অগুন্তি ব্যয়বহুল লাক্সারি হোটেল। পাশাপাশি কম খরচে ভ্রমণ করতে চাইলেও ইচ্ছা পূরণ হবে। এই ক্ষেত্রে যেতে হবে দেশটির করন দ্বীপে। সেখানে ভারতীয় মুদ্রায় সাত হাজার টাকার নিচেই পাওয়া যায় হোটেল। এ ছাড়া রয়েছে নানা দর্শনীয় স্থানে বেড়ানোর সুযোগ। সাধ্যের মধ্যে বিলাসবহুল হোটেল পাওয়া যাবে ম্যালপুসকুয়া দ্বীপেও। সেখানে কম খরচেই পাবেন সি ভিউ রুম, যেখান থেকে সাগরের অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। এল নিডো একটি আকর্ষণীয় জায়গা। এখানকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের মন কেড়ে নেয়।

আরও পড়ুন-ব্ল্যাক হোল-এর মুখে অর্ধেক সূর্য!

কম্বোডিয়া (Cambodia)
কম্বোডিয়া বা কাম্পুচিয়া। দাফতরিক নাম কাম্পুচিয়া রাজ্য। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণাঞ্চলে অবস্থিত একটি দেশ। কম্বোডিয়ায় বেশকিছু আকর্ষণীয় জায়গা রয়েছে। যেখানে খুব একটা পর্যটকদের ভিড় চোখে পড়ে না। এখানকার দ্বিতীয় বৃহত্তম দ্বীপ কোহ রং। দ্বীপটি এক কথায় অসাধারণ সুন্দর। থাকার খরচ নাগালের মধ্যে। ভারতীয় টাকায় চার হাজারের মধ্যে ভদ্রস্থ হোটেল পাওয়া যেতে পারে।

মালয়েশিয়া (Malaysia)
আসিয়ান এবং ওআইসি-র অন্যতম প্রতিষ্ঠাকালীন সদস্য মালয়েশিয়া। এছাড়াও জাতিসংঘ, জোট নিরপেক্ষ আন্দোলন এবং কমনওয়েলথ-এর সক্রিয় সদস্য হিসেবে মালয়েশিয়ার সরব উপস্থিতি রয়েছে। মালয়েশিয়ায় ব্যয়বহুল পর্যটন কেন্দ্রের পাশাপাশি রয়েছে কম খরচে ভ্রমণের ব্যবস্থা। দেশের সবথেকে জনপ্রিয় তিনটি পর্যটন কেন্দ্র হল টিওম্যান আইল্যান্ড, লেংকাউই এবং পেনাং। তিনটি জায়গাতেই বিলাসবহুল হোটেলের পাশাপাশি আছে কম খরচে হোটেল। প্রতি রাতে ৬ ০০০ ভারতীয় টাকা ব্যয় করলে ভদ্রস্থ হোটেল পাওয়া যাবে।

ভিয়েতনাম (Vietnam)
হো চি মিনের দেশ। এখানে আছে বেশ কিছু প্রাকৃতিক দর্শনীয় স্থান। দেখার টানে ভিড় জমান পর্যটকরা। ডা ন্যাং, মার্বেল মাউন্টেইন, হোই অ্যান অঞ্চলে সারা পৃথিবীর প্রচুর মানুষ বেড়াতে যান। এই অঞ্চলে পাওয়া যায় ভারতীয় মুদ্রায় এক হাজার টাকার মধ্যে হোটেল। ফ্লু কুয়োক একটি দুর্দান্ত দ্বীপ। জায়গাটা অপেক্ষাকৃত কস্টলি। হোটেল পাওয়া যায় মোটামুটি ভারতীয় মুদ্রায় আট হাজার টাকায়।

মায়ানমার (Myanmar)
মায়ানমারের পরিচিতি ব্রহ্মদেশ বা বর্মা নামেও। এটি দক্ষিণ-পূর্ব এশীয় মূল ভূখণ্ডের বৃহত্তম দেশ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশকিছু লেখায় পাওয়া যায় এই দেশের উল্লেখ। তিনি কিছুদিন ছিলেনও। এই দেশে আছে বেশ কিছু দর্শনীয় স্থান। যেগুলোর সৌন্দর্য এক কথায় অসাধারণ। আকর্ষণীয় সমুদ্র সৈকতের পাশাপাশি আছে বেশকিছু বৌদ্ধ নিদর্শন। উল্লেখযোগ্য সমুদ্র সৈকতের মধ্যে অন্যতম নাগাপলি, নাগাউয়ি সাউং ও চাউংথা। কোথাও কোথাও থাকার খরচ সবচেয়ে কম। ভদ্র সভ্য হোটেল পাওয়া যেতে পারে চার হাজার টাকার মধ্যে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

2 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago