স্ত্রীকে খুন করে হারিয়ে যাওয়ার গল্প

স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তার স্বামীকে। স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে সে। নেপথ্যে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক।

Must read

প্রতিবেদন: মহাকুম্ভে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নান করতে যখন ব্যস্ত, ঠিক তখনই সকলের অলক্ষ্যে নিজের স্ত্রীকে নৃশংসভাবে খুন করল স্বামী। দিল্লিতে ফিরে স্ত্রী নিখোঁজ হওয়ার গল্প ফাঁদল। কিন্তু শেষরক্ষা হল না। ধরা পড়ে গেল খুনি স্বামী। প্রয়াগরাজের একটি হোটেলের বাথরুমে পড়েছিল এক বধূর গলাকাটা, নিথর দেহ। হোটেলের কিছুটা দূরে একটি ডাস্টবিন থেকে উদ্ধার হয় রক্তমাখা জামা। তদন্তে নেমে প্রথমে কূলকিনারা পাচ্ছিল না পুলিশ। শেষে একটি নিখোঁজ ডায়েরি সব রহস্যের সমাধান ঘটাতে সাহায্য করল।

আরও পড়ুন-দিমির গোলে ফের ভারতসেরা মোহনবাগান

স্ত্রীকে খুনের ঘটনায় গ্রেফতার করা হল তার স্বামীকে। স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছে সে। নেপথ্যে স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তের নাম অশোক কুমার। দিল্লির ত্রিলোকপুরীর বাসিন্দা গত ১৮ ফেব্রুয়ারি স্ত্রীকে সঙ্গে নিয়ে কুম্ভে যান। বাড়িতে বলে গিয়েছিল, পুণ্যস্নান সেরে আশপাশের দর্শনীয় স্থানগুলি দেখে বাড়ি ফিরবে। কিন্তু নির্ধারিত সময়ের আগেই ফিরে এসেছিল অশোক। সে ফিরলেও সঙ্গে স্ত্রী ছিল না। তাকে জানতে চাওয়া হলে অশোক দাবি করে, স্ত্রী মেলায় হারিয়ে গিয়েছেন। বহু জায়গায় খুঁজেও তাঁকে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে প্রয়াগরাজে গিয়ে মীনাক্ষীর খোঁজ শুরু করেন তাঁর ছেলে। পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে খুঁজতে গিয়েই মীনাক্ষীকে খুনের রহস্য ফাঁস হয়। অশোককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। পুলিশি জেরায় স্ত্রীকে খুনের কথা স্বীকার করে নেয় অশোক।

Latest article