অপরাধীর মনের কথা বলে দেয় ‘দ্য রেপিস্ট’

Must read

প্রতিবেদন : পর্দায় একসঙ্গে বরাবরই ম্যাজিক দেখিয়েছেন মা-মেয়ের জুটি অপর্ণা সেন ও কঙ্কনা সেনশর্মা। এবারও তার অন্যথা হয়নি। ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শেষদিনে নন্দনে প্রদর্শিত হল পরিচালক অপর্ণা সেনের ছবি ‘দ্য রেপিস্ট’ (The Repist)। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কঙ্কনা সেনশর্মা, অর্জুন রামপাল, তন্ময় ধানানিয়া। কিম জিসেওক পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ‘দ্য রেপিস্ট’।  ‘দ্য রেপিস্ট’ (The Repist) পরিচালকের তৃতীয় হিন্দি ছবি। এর আগে মা-মেয়ে অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস আয়ার’ ছবিটি সম্মানিত হয়েছিল জাতীয় পুরস্কারে। ‘দ্য রেপিস্ট’ ছবির ঘটনা তিন প্রধান চরিত্রকে নিয়ে। এক ভয়ঙ্কর ঘটনার মাধ্যমে তাঁদের একে অপরের জীবন জড়িয়ে যায় ছবিতে। অপরাধ হলে ভিক্টিম যেমন ট্রমার মধ্যে নিয়ে যায়, তেমনই অপরাধীর মনের মধ্যে কী চলে ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক। ছবির গল্প শুধুমাত্র এক অপরাধী বা ধর্ষিতাকে নিয়ে নয়। বরং সেই অপরাধের ফলে চরিত্রগুলোর আদর্শ যেভাবে আচমকা বদলে যায়, সেই নিয়েই গল্প। ছবিতে অর্জুনের বিপরীতে আছেন কঙ্কনা সেনশর্মা।

আরও পড়ুন: স্মার্টকার্ড রিচার্জ

Latest article