সংবাদদাতা, দুর্গাপুর : শনিবার সারারাত দুর্গাপুরে তাণ্ডব চালাল বাঁকুড়ার (Bankura) জঙ্গল থেকে দলছুট হয়ে চলে আসা একটি দাঁতাল। বাঁকুড়ার (Bankura) মেটেলি এলাকা থেকে দলছুট ওই হাতিটি দামোদর পেরিয়ে ঢুকে পড়েছিল দুর্গাপুরের (Durgapur) অঙ্গদপুর এলাকার জনবসতিপূর্ণ এলাকায় বলে খবর। সন্ধ্যারাতে জনবহুল এলাকায় ঢুকে পড়ার ফলে এলাকাবাসীদের মধ্যে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। অঙ্গদপুর থেকে হাতিটি অর্জুনপুর হয়ে পৌঁছে যায় ডিটিপিএস এলাকা পর্যন্ত। খবর পেয়ে বন দফতরের কর্তারা বিভিন্ন ডিভিশন থেকে এসে পৌঁছন ঘটনাস্থলে। দ্রুত চলে আসে হুলা পার্টি। সারারাত ধরে হাতিটিকে তারা ব্যারিকেড করে তাড়িয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যায়। শেষ পর্যন্ত রবিবার কাকভোরে দলছুট ওই দাঁতালটিকে ফের দামোদর পার করিয়ে বাঁকুড়ার জঙ্গলে ফেরাতে সক্ষম হয় তারা। হাতিটির উপর কোনওরকম শারীরিক হামলা না করেই নির্বিঘ্নে সারা হয় ফেরানো পর্ব। তার যেমন কোনও ক্ষতি হয়নি, তেমনই এলাকার কোনও ক্ষয়ক্ষতিও করেনি হাতিটি। হাতির হামলায় নতুন করে কারও জখম হওয়ারও কোনও খবর নেই।