ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যার হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি

আত্মহননে এগিয়ে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ

Must read

প্রতিবেদন: ভারতে শিক্ষার্থীদের আত্মহত্যা করার বার্ষিক হার উদ্বেগজনকভাবে বেড়েছে। সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, শিক্ষার্থীদের আত্মহত্যার হার (suicide rate) জনসংখ্যা বৃদ্ধির হার ও আত্মহত্যার সার্বিক প্রবণতাগুলিকে ছাপিয়ে গিয়েছে।
আইসিথ্রি কনফারেন্স অ্যান্ড এক্সপো-২০২৪–এ প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানা গিয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (এনসিআরবি) তথ্যের ভিত্তিতে আইসিথ্রি ইনস্টিটিউট ‘স্টুডেন্ট সুইসাইডস: অ্যান এপিডেমিক সুইপিং ইন্ডিয়া’ নামের প্রতিবেদনটি তৈরি করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বছরে মোট আত্মহত্যার হার ২ শতাংশ বেড়েছে। আর শিক্ষার্থীদের আত্মহত্যার হার বেড়েছে ৪ শতাংশ। ২০২২ সালে আত্মহত্যা করা শিক্ষার্থীদের ৫৩ শতাংশ পুরুষ। ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে পুরুষ শিক্ষার্থীদের আত্মহত্যার হার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে নারী শিক্ষার্থীদের আত্মহত্যার হার (suicide rate) বেড়েছে ৭ শতাংশ।
প্রতিবেদনে বলা হয়, গত এক দশকে ১ থেকে ২৪ বছর বয়সি মানুষের সংখ্যা ৫৮ কোটি ২০ লাখ থেকে কমে ৫৮ কোটি ১০ লাখে দাঁড়িয়েছে। অন্যদিকে আত্মহননকারী শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৫৪ থেকে বেড়ে ১৩ হাজার ৪৪ হয়েছে। আইসিথ্রি ইনস্টিটিউট এক স্বেচ্ছাসেবী সংস্থা। তারা বিশ্ব জুড়ে উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিকে বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে সহযোগিতা করে এবং বিদ্যালয়ের শিক্ষক, পরিচালক ও কাউন্সেলদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে। প্রতিবেদন অনুযায়ী, মহারাষ্ট্র, তামিলনাড়ু ও মধ্যপ্রদেশে শিক্ষার্থীদের আত্মহত্যার হার সর্বোচ্চ। ভারতে শিক্ষার্থীদের মোট আত্মহত্যার হার যত, তার এক-তৃতীয়াংশই এই তিনটি রাজ্যে হয়। ভারতের দক্ষিণের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি মিলে আত্মহত্যার মোট হার ২৯ শতাংশ।

আরও পড়ুন- বদলাপুরের পরে মহারাষ্ট্রের স্কুলে ফের সাফাইকর্মীর যৌননির্যাতন ছাত্রীকে

Latest article