সংবাদদাতা, বোলপুর : জেলার অন্যান্য বিদ্যালয়গুলির মতোই তারাশঙ্কর বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা সারস্বত আরাধনায় মেতে ওঠে। এবার পুজোর বিশেষত্ব পড়ুয়াদের সামগ্রিক অংশগ্রহণ। কেউ গড়ছে প্রতিমা, কেউ দিচ্ছে নিপুণ আলপনা। নবম শ্রেণির দেব পাল বাংলার শ্রীমন্ত স্যারের কাছে প্রতিমা গড়তে চায়। প্রথমে এত বড় দায়িত্ব ওইটুকু ছেলের উপর দিতে ইতস্তত করেন শিক্ষকেরা।
আরও পড়ুন-ফের অক্সফোর্ডের আমন্ত্রণ, ‘শিক্ষিকা মমতা’র স্কুল সাজিয়ে ভবানীপুরে উদ্বোধন মুখ্যমন্ত্রীর
শেষমেশ ছাত্রের আগ্রহ দেখে রাজি হন। স্কুলে পড়াশোনার পাশাপাশি এই ধরনের সৃজনশীলতাকে গুরুত্ব দিতে। হাতে সময় বেশি ছিল না। সবাই মিলে অতি উৎসাহে, আন্তরিকতায় এবং পরিশ্রম করে চমৎকার প্রতিমা গড়েছে। আরেক ছাত্র পাগলু দাসের বাড়িও মকরমপুরে। সে বছর তিনেক এক প্রতিবেশীর কাছে আলপনা আঁকা শিখেছে। সেও এগিয়ে আসে। উল্লেখ্য, এই স্কুলে পড়াশোনা করে এলাকার পিছিয়ে-পড়া ছেলেমেয়েরা। কারও বাবা রাজমিস্ত্রি, কেউ করেন জুতো সেলাই। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল কাজে স্কুলের মাস্টারমশাইরা ওদের উৎসাহিত করে থাকেন। তার জেরেই এই পুজো আয়োজন।