নিট কেলেঙ্কারি তদন্ত চেয়ে পথে নামল পড়ুয়ারা, এবার সম্পূর্ণ রিপোর্ট তলব করল শীর্ষ আদালত

নিটে দুর্নীতির দাবি তুলে পুনরায় পরীক্ষার দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত।

Must read

প্রতিবেদন : নিটে দুর্নীতির দাবি তুলে পুনরায় পরীক্ষার দাবি করে সুপ্রিম কোর্টে আবেদন করেছিলেন পরীক্ষার্থীরা। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল শীর্ষ আদালত। একইসঙ্গে সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ন্যাশনাল টেস্টিং এজেন্সির থেকে জবাবদিহি তলব শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লার বেঞ্চের। এদিকে কাউন্সেলিং প্রক্রিয়ায় স্থগিতাদেশের যে আবেদন করা হয়েছিল, সেই আবেদনও খারিজ করেছে সুপ্রিম কোর্ট। মামলার শুনানিতে বিচারপতি আমানুল্লা এনটিএ-র আইনজীবীর উদ্দেশে বলেন, পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে। তাই আমরা উত্তর চাই। একই সঙ্গে বিচারপতি আদালতে উপস্থিত এনটিএ-র কৌঁসুলির কাছে জানতে চান, জবাব দিতে কতদিন সময় লাগবে তাঁদের।

আরও পড়ুন-দিনের কবিতা

ডাক্তারির প্রবেশিকা পরীক্ষার ফলপ্রকাশে কারচুপি করে দেশজুড়ে পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলার এবার পথে নামল তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের নেতৃত্বে আর জি কর মেডিক্যাল কলেজ থেকে শ্যামবাজার পাঁচমাথার মোড় পর্যন্ত মিছিল করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের মেডিক্যাল সেল। ডাক্তারির প্রবেশিকায় দুর্নীতির প্রতিবাদেই তৃণমূল ছাত্র পরিষদের এই মিছিল ও বিক্ষোভ। ৪ জুন লোকসভা নির্বাচনের ফলপ্রকাশের দিনই নিট পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। যেখানে ৭২০ নম্বরে ৭২০ পেয়ে দেশজুড়ে প্রথম হয়েছে মোট ৬৭ জন পরীক্ষার্থী। এখানেই কারচুপির অভিযোগ তুলেছেন বহু পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা। নম্বর নিয়ে কেলেঙ্কারির অভিযোগে সরব হয়েছে তৃণমূল-সহ অন্যান্য বিরোধীরা। যেখানে বিগত বছরগুলিতে ৭২০-তে ৭২০ পেয়ে প্রথম হয়েছিলেন হাতেগোনা কয়েকজন, সেখানে একইসঙ্গে ৬৭ জন কীভাবে প্রথম হয়? প্রশ্ন উঠছে। পাশাপাশি, যেখানে নিট পরীক্ষায় প্রতিটি প্রশ্নের মান ৪ নম্বর এবং উত্তর ভুলে ৫ নম্বর কাটা যায়, সেখানে ৭১৮ কিংবা ৭১৯ পেয়ে পরীক্ষার্থীরা দ্বিতীয় বা তৃতীয় স্থান অধিকার করে কী করে?

Latest article