আজ শুরু বিশ্বকাপের সুপার এইট, বিধ্বংসী পুরানে বিদ্ধ আফগানরা

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রশিদ খান। আজমাতুল্লাহ ওমারজাইয়ের করা চতুর্থ ওভারে। যে ওভারে ওঠে ৩৬ রান।

Must read

সেন্ট লুসিয়া, ১৮ জুন : নিয়মরক্ষার ম্যাচেও রেকর্ডের ফুলঝুরি! সৌজন্যে ক্যারিবিয়ান ব্যাটার নিকোলাস পুরানের বিধ্বংসী ব্যাটিং। সেইসঙ্গে আফগানিস্তানকে ১০৪ রানে হারাল ওয়েস্ট ইন্ডিজ।
গ্রুপ-সি থেকে আগেই সুপার এইটে পৌঁছে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান। তবে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও যেন মারমার কাটকাট খেলতে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লে-তেই পুরান, জনসন চার্লসরা তুললেন ৯২ রান। টি-২০ বিশ্বকাপে যেটা রেকর্ড। আবার চলতি বিশ্বকাপে দলগত ভাবে সর্বোচ্চ রানেরও রেকর্ড গড়লেন ক্যারিবিয়ানরা।

আরও পড়ুন-উন্নয়নের বার্তা দিয়ে প্রচার শুরু করলেন কৃষ্ণ কল্যাণী

এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন রশিদ খান। আজমাতুল্লাহ ওমারজাইয়ের করা চতুর্থ ওভারে। যে ওভারে ওঠে ৩৬ রান। তবে ২০০৭ টি-২০ বিশ্বকাপে স্টুয়ার্ড ব্রডকে মারা এক ওভারে যুবরাজের ছয় ছক্কার নজির স্পর্শ করতে পারেননি পুরান। ওমারজাইয়ের প্রথম বলেই ছক্কা মারেন তিনি। দ্বিতীয় বলটি নো বল হয়, সেই বলে বাউন্ডারি মারেন পুরান। ফ্রি হিটের বলটি ওয়াইড করেন ওমারজাই। সেই বলটি চলে যায় বাউন্ডারির বাইরে। পরের বলটিও নো বল হয়। পুরান বোল্ড হয়ে গেলেও ফ্রি হিট থাকায় আউট হননি। পরের দুটি বলে ফের বাউন্ডারি, শেষ দুটি বলে ছক্কা হাঁকান পুরান। তিনি ৫৩ বলে করেন ৯৮ রান। চার্লস ৪৩ রান করেন। তাঁদের ইনিংসে ভর করেই ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে, ১৬.২ ওভারে ১১৪ রানেই শেষ হয়ে আফগানদের ইনিংস। ইব্রাহিম জারদান (৩৮) এবং ওমারজাই (২৩) ছাড়া আর কেউই দুই অঙ্কের রানের গণ্ডিতে পৌঁছতে পারেননি। এদিকে, বুধবার থেকে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। প্রথম ম্যাচে মুখোমুখি দক্ষিণ আফ্রিকা ও অন্যতম আয়োজক আমেরিকা।

Latest article