উপাচার্য নিয়োগ নিয়ে আপাতত কোনও রকম হস্তক্ষেপ করতে চায়না সুপ্রিম কোর্ট (Supreme Court)। সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক।
রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট (Supreme Court) পর্যন্ত। এরপর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের জন্য সার্চ কমিটি গঠন করে দেয় সুপ্রিম কোর্ট যার মাথায় রয়েছেন প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিত। ইতিমধ্যেই শুরু হয়েছে উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। তাই এই পর্যায়ে কোনও রকম হস্তক্ষেপ করতে চাইলো না সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন- এবার যাত্রীদের এয়ার ইন্ডিয়ার বিমানে না ওঠার হুমকি পান্নুনের! হামলার ছক?
সোমবার সর্বোচ্চ আদালতে উপাচার্য নিয়োগের মামলা ওঠে। সেখানে বিচারপতির পর্যবেক্ষণ, যেভাবে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সেখানে হস্তক্ষেপ করলে গোটা প্রক্রিয়া বিলম্বিত হবে। তাই যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলছে সেভাবেই চলুক। এই মামলার আগামী শুনানি রয়েছে ৯ ডিসেম্বর।
গত শুক্রবার থেকে শুরু হয়েছে রাজ্যের ৩৬ টি বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়া। প্রথম দফার ইন্টারভিউ চলবে ২৮ অক্টোবর পর্যন্ত। এরপর দীপাবলির জন্য ছুটি থাকবে। তারপর পুনরায় দ্বিতীয় দফার ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে ৬ নভেম্বর থেকে চলবে ১০ নভেম্বর পর্যন্ত। প্রথম পর্যায়ে প্রায় কুড়ির বেশি বিশ্ববিদ্যালয় স্থায়ী উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের জন্য গড়ে ১৫ জন আবেদনকারীকে চিহ্নিত করেছে সুপ্রিম কোর্টের তৈরি করে দেওয়া সার্চ কমিটি। এই সার্চ কমিটিই ইন্টারভিউর মাধ্যমে উপাচার্যদের বেছে নেবেন।