বিধানসভায় পাশ হওয়া বিল ফেলে রাখতে পারেন না, রাজ্যপালকে এক্তিয়ার মনে করাল শীর্ষ আদালত

Must read

প্রতিবেদন : বিধানসভায় পাশ হওয়া বিল কোনওভাবেই ফেলে রাখতে পারেন না রাজ্যপাল। সংবিধান রাজ্যপালকে সেই অধিকার দেয়নি। মন্ত্রিসভায় পাশ হওয়া বিলে সই করা বা রাষ্ট্রপতির কাছে অনুমোদনের জন্য পাঠানোর ক্ষেত্রে কোনও নির্দিষ্ট সময়সীমা না থাকলেও যত দ্রুত সম্ভব সেই কাজ করতে হবে রাজ্যপালকে। তামিলনাড়ুর ডিএমকে সরকারের দায়ের করা মামলায় এমনই কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবি সই না করে মাসের পর মাস ফেলে রেখে দিয়েছিলেন অন্তত ১০টি বিল। বিলগুলি আইনে পরিণত না হওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ডিএমকে প্রশাসন। চূড়ান্ত নিষ্ক্রিয়তার জন্য শীর্ষ আদালতে ভর্ৎসিত হলেন তামিলনাড়ুর রাজ্যপাল। তবে শুধু আর এন রবি নয়, শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ সমস্ত অ-বিজেপি রাজ্যের রাজ্যপালদের উদ্দেশ্যে কার্যত সুপ্রিম হুঁশিয়ারি।
বিধানসভা থেকে পাশ হওয়া বিলে সই না করে দিনের পর দিন ফেলে রাখা অ-বিজেপি রাজ্যগুলির রাজ্যপালদের কার্যত ট্র্যাাডিশন হয়ে দাঁড়িয়েছে। বাংলার মহিলা নিরাপত্তায় নিয়ে অপরাজিতা বিলের ক্ষেত্রেও এমনটা হয়েছিল। যদিও বাংলার শাসকদলের চাপে বিলে সই করতে বাধ্য হয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি জে বি পার্দিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ এই মামলায় তামিলনাড়ুর ডিএমকে সরকারের পক্ষেই রায় দেয়। একইসঙ্গে পর্যবেক্ষণে জানানো হয়, ভবিষ্যতে সময়সীমা মেনে পদক্ষেপ নিতে রাজ্যপাল ব্যর্থ হলে আইনি পদক্ষেপ নেওয়া যাবে

আরও পড়ুন: মুখ্যমন্ত্রীর জনহিতকর প্রকল্পে বৈপ্লবিক পরিবর্তন স্বাস্থ্যসেবায়, একনজরে খতিয়ান

Latest article